মন্দিরের মূর্তির কোনও ক্ষমতা নেই! হিন্দু-বিরোধী মন্তব্য এবার খোদ রাহুলের গলায়! তুমুল বিতর্ক

বাংলা হান্ট ডেস্ক: এবার হিন্দু বিরোধী মন্তব্য করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বলেন, ‘সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিরা মন্দিরের (Mandir) মূর্তির মতো। শুধু দেখানোর জন্য, তাদের কোনও ক্ষমতা নেই।’

মহিলা সংরক্ষণ বিল এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণ (OBC Reservation) নিয়ে মন্তব্য করছিলেন রাহুল গান্ধী। সেই সময় ওবিসি সংরক্ষণের বিষয়টি তুলে ধরেন তিনি। সেটা বলতে গিয়েই রাহুল বলেন, ‘লোকসভাকে গণতন্ত্রের মন্দির বলা হয়। আপনি বিজেপির কোনও সাংসদকে জিজ্ঞাসা করুন, তিনি কোনও সিদ্ধান্ত নেন কিনা। কেউ কি আইন তৈরি করে? কেউ কি আইন প্রণয়নে অংশগ্রহণ করে? কোনভাবেই নয়। এই লোকসভার কংগ্রেস (Congress) সাংসদ বা বিজেপির (BJP) সাংসদ বা ভারতের অন্য কোনও সাংসদ সিদ্ধান্ত নেন না।’

রাহুল আরও বলেন, ‘সংসদে সাংসদদের মন্দিরের মূর্তির মতো বানানো হয়েছে। আর সেখানে ওবিসিদের মূর্তি থাকলেও ক্ষমতা নেই। দেশ পরিচালনায় কোনও অংশগ্রহণ নেই। আমি এই প্রশ্ন তুলেছি। প্রতিটা ওবিসি যুবককে বুঝতে হবে এই দেশ পরিচালনায় আপনার অংশগ্রহণ করা উচিত কিনা। আর তা পেলেও মাত্র ৫ শতাংশ?’

রাহুল গান্ধীর এই মন্তব্যকে নিশানা করেছে গেরুয়া শিবির। বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক পি মুরলিধর রাও এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘হিন্দু বিরোধী রাহুল গান্ধী এবং কংগ্রেস আবারও উন্মোচিত হয়েছে। রাহুল গান্ধী যদি মনে করেন যে মন্দিরের মূর্তিগুলি শক্তিহীন এবং নিষ্প্রাণ তাহলে কেন তিনি এত মন্দিরে যাচ্ছেন? হিন্দুদের (Hindu) জন্য এর চেয়ে অপমানজনক আর কিছু হতে পারে না। রাহুল গান্ধীর এই হিন্দুদের অনুমতিতে আঘাত করা নতুন কিছু নয়।’

ীোপহতত

২০১৪ সালের পর থেকে একাধিক মন্দিরে যেতে দেখা গিয়েছে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে (Priyanka Gandhi)। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কিছুটা হাত শিবিরের দিকে ঝুঁকে থাকলেও হিন্দু ভোট কোনওভাবেই পাকড়াও করতে পারছে না কংগ্রেস। এদিকে ইন্ডিয়া জোটের (INDIA Alliance) বেশ কয়েকজন নেতা সাম্প্রতিককালে হিন্দু বিরোধী মন্তব্য করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন খোদ রাহুল গান্ধীও।

Monojit

সম্পর্কিত খবর