জাতীয় পতাকার থেকেও উঁচু রাহুল গান্ধীর ‘কাটআউট”, ভারত জোড়ো যাত্রার শেষে বিতর্ক

বাংলা হান্ট ডেস্ক : ভারত জোড়া যাত্রা (Bharat Jodo Yatra) উপলক্ষ্যে এখন কাশ্মীরে (Kashmir)  রয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাহুল যখন কাশ্মীরে, সেই সময় সোমবার কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রাহুল গান্ধী যখন জাতীয় পতাকা তোলেন, তখন তাঁর পিছনে কংগ্রেস সাংসদের একটি বড় কাটআউট দেখা যায়। জাতীয় পতাকার পিছনে এমন কীভাবে কোনও নেতার একটি বড় কাটআউট থাকে, যা তেরঙ্গাকেও ঢেকে দেয় বলে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। রাহুল গান্ধীর কাটআউট কীভাবে জাতীয় পতাকার চেয়ে বড় হয়, তা নিয়ে কংগ্রেস সাংসদকে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী।

রাহুল গান্ধীর বড় কাটআউট জাতীয় পতাকার পাশে দেখা অত্যন্ত বিরক্তিকর বলেও দাবি করেন রাজীব চন্দ্রশেখর। এসবের পাশাপাশি তিনি কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দেন। ভারতবর্ষে কেন্দ্রের এমন অনেক প্রকল্প রয়েছে, তা রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী এবং তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধীর নামে বলেও কটাক্ষ করেন রাজীব চন্দ্রশেখর। সবকিছু মিলিয়ে শ্রীনগরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকার পিছনে রাহুল গান্ধীর ব়বড় কাটআউটের দেখা মেলায় তা নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়ছে।

rahul priyanka bharat jodo

এদিকে, সমীকরণ বদলাল না ভারত জোড়ো যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে। আজ, সোমবার শ্রীনগরে কংগ্রেসের অনুষ্ঠানে গরহাজির রইল বিরোধী শিবিরের বহু দলই! স্বাভাবিক ভাবেই তাই এ নিয়ে চিন্তায় শতাব্দীপ্রাচীন দল৷ এবার হয়তো ‘একলা চলো’ নীতির খোঁজে নামতে পারে কংগ্রেস- এমনটাই দাবি করা হয়েছে দলীয় সূত্রে৷ কংগ্রেসের দাবি, শ্রীনগরের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিরোধী শিবিরের সদস্য ২১টি দলকে নিমন্ত্রণ করা হয়৷ শোনা যাচ্ছে, এর মধ্যে ১২টি রাজনৈতিক দলের প্রতিনিধি প্রতিনিধিই রইলেন ভারত জোড়োর সমাপ্তি অনুষ্ঠানে৷

উল্লেখযোগ্য অনুপস্থিতির তালিকায় রইল তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং টিডিপি৷ তবে উপস্থিত ছিল এম কে স্ট্যালিনের ডিএমকে, শরদ পাওয়ারের এনসিপি, রাষ্ট্রীয় জনতা দল, জনতা দল (ইউনাইটেড), শিবসেনা, সিপিআই, কেরালা কংগ্রেস, ভিসিকে, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, পিডিপি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। তবু অস্বস্তি কাটছে না কংগ্রেসের ভিতরেই।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর