মহিলা সাংসদদের ফ্লাইং কিস! ‘ওর পরিবারেরই রক্তের দোষ’, রাহুলকে বেনজির কটাক্ষ স্মৃতির ইরানির

বাংলা হান্ট ডেস্ক : এর আগে সংসদে বসে চোখ মারতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। আবার সটান গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বুকে জড়িয়ে ধরতেও দেখা গিয়েছে তাঁকে। আর আজ রাহুলের বিরুদ্ধে অভিযোগ উঠল, অধিবেশন কক্ষ ছেড়ে যাওয়ার সময় নাকি তিনি বিজেপি (Bharatiya Janata Party) সাংসদদের দিকে ফ্লাইং কিসের অঙ্গভঙ্গি করেন। যা নিয়ে বেজায় চটেছেন স্মৃতি ইরানি (Smriti Irani)।

রাহুলের ফ্লাইং কিস : আজ অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দ্বিতীয় দিনে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপি সরকারকে তুলোধোনা করেছিলেন রাহুল। এরপর অনাস্থা প্রস্তাবের বিপক্ষে বলতে ওঠেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সেই সময় হট্টগোল শুরু করেন বিরোধীরা। সভাকক্ষ ছেড়ে চলে যান রাহুল গান্ধী। তাঁর রাজস্থানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা ছিল। সেই সময় নাকি বিজেপি সাংসদদের দিকে ফিরে ফ্লাইং কিসের অঙ্গভঙ্গি করেন রাহুল। আর তা নিয়ে সরব হন স্মৃতি।

স্মৃতির কাছে হেরে যান রাহুল : গত লোকসভা নির্বাচনে এই স্মৃতি ইরানির কাছেই হেরেছিলেন রাহুল গান্ধী। তবে দু’টি আসনে লড়াই করেছিলেন তিনি। কেরলের ওয়ানাড আসন থেকে জিতে সাংসদ হয়েছিলেন রাহুল। রাহুলের বিরুদ্ধে ফ্লাইং কিসের অভিযোগ তুলে আজ স্মৃতি বলেন, ‘যে ব্যক্তি আমার আগে বক্তব্য রেখেছিলেন, তিনি খুবই খারাপ ব্যবহার করে সংসদ ছেড়েছেন। একজন মহিলা সংসদ সদস্যদের উদ্দেশে তিনি একটি ফ্লাইং কিসের ইঙ্গিত করেছেন। শুধুমাত্র একজন অসামাজিক পুরুষই এই কাজ করতে পারেন। এটি দর্শায় যে তিনি কোন সংস্কৃতি থেকে এসেছেন এবং তাঁর পরিবার ও দল মহিলাদের সম্পর্কে কী অনুভব করে। এর আগে কখনও এই ধরনের আচরণ দেখা যায়নি দেশের সংসদে।’

rahul

মণিপুর ইস্যুতে বিজেপি তোপ রাহুলের : আজ মণিপুর ইস্যুতে কেন্দ্র ও মোদিকে পরপর তোপ দেগেছেন রাহুল। আজ সংসদে রাহুল গান্ধী আজ বলেন, ‘এরা মণিপুরে ভারতের হত্যা করেছে। ভারত একটা আওয়াজ। আমাদের দেশের মানুষের মনের আওয়াজকে মণিপুরে হত্যা করেছেন আপনারা। মণিপুরে ভারতমাতার হত্যা করেছেন আপনারা। মণিপুরের লোকদের মেরে ভারতমাতাকে খুন করেছে। আপনারা দেশদ্রোহী। দেশপ্রেমী নয়।

রাহুলের আরও দাবি, ‘ভারতীয় সেনা একদিনে মণিপুরকে শান্ত করতে পারে। তবে আপনারা তা করছেন না। মোদি ভারতের আওয়াজ শোনেন না। রাবণ দু’জনের কথা শুনত। মেঘনাদ ও কুম্ভকর্ণ। আর মোদি শোনেন অমিত শাহ ও আদানির আওয়াজ। লঙ্কা হনুমান জ্বালাননি। লঙ্কা পুড়েছিল রাবণের অহংকারে।’

Sudipto

সম্পর্কিত খবর