বাংলাহান্ট ডেস্ক : সামনেই গুজরাট বিধানসভা নির্বাচন। তারই আগে বড়সড় ধাক্কার মুখে কংগ্রেস। দল ছাড়ছেন একের পর এক নেতা। এরই মধ্যে বৃহস্পতিবার ‘আইডিয়া ফর ইন্ডিয়া’ সম্মেলনে যোগ দিতে লন্ডন উড়ে যাচ্ছেন রাহুল গান্ধী।
কংগ্রেসের মিডিয়া হেড এবং সাধারন সম্পাদক রণদীপ সূর্যে ওয়ালা জানিয়েছেন, ‘লন্ডনে গিয়ে সেদেশের প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন রাহুল গান্ধী। আগামী ২৩ মে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ৭৫ এ ভারত : একটি স্থিতিস্থাপক আধুনিক ভারত এবং আগামীর চ্যালেঞ্জ এই শীর্ষক বিষয়ে ভাষণ দেবেন রাহুল। শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত হবে আইডিয়াস ফর ইন্ডিয়া নামক একটি সম্মেলন। সেটিতে যোগ দিতেই বৃহস্পতিবার লন্ডনে উড়ে যাচ্ছেন তিনি।’ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কংগ্রেস নেতা সালমান খুরশিদ এবং প্রিয়াঙ্ক খাড়গেও লন্ডনে রয়েছেন বলেও জানান সূর্যেওয়ালা। বলাই বাহুল্য, কোভিড মহামারীর পর এটিই হতে চলেছে রাহুল গান্ধীর প্রথম বিদেশী কোনও অনুষ্ঠানে যোগ দেওয়া।
কিন্তু এমন সময়ে রাহুল গান্ধী বিদেশ সফরে যাচ্ছেন যে সময় দলের মধ্যে দেখা দিয়েছে বড়সড় ভাঙন। সম্প্রতিই দল ছেড়েছেন হার্দিক প্যাটেলের মতন তাবড় নেতা। আসন্ন গুজরাট নির্বাচনের মুখেই হার্দিক প্যাটেলের এই দল ছাড়ার পর আরও বেশি করে ধাক্কা খেয়েছে দল। বলাই বাহুল্য কংগ্রেস ত্যাগ করে তাঁর বিজেপিতে যোগ দানের জল্পনাও প্রবল হয়েছে। বলা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে বিজেপিতে যোগ দিতে চলেছেন হার্দিক প্যাটেল।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই কংগ্রেসে যোগ দান করার বিষয়ে ভোট কুশলী প্রশান্ত কিশোরের দীর্ঘ আলোচনা চলে। সেই আলোচনায় আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের জন্য একটি রোডম্যাপ বানিয়ে দিলেও বহু জল্পনার পরও কংগ্রেসে যোগ দিতে অস্বীকার করেন প্রশান্ত কিশোর। দলের এহেন টালমাটাল পরিস্থিতির মধ্যে ঠিক কতখানি ফলপ্রসূ হতে চলেছে রাহুল গান্ধীর বিদেশ সফর তা নিয়েই বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন।