হিন্দুরা ‘হিংসাশ্রয়ী’? রাহুলের এক মন্তব্যে উত্তাল লোকসভা, পাল্টা ধুয়ে দিলেন মোদী-শাহ!

বাংলা হান্ট ডেস্কঃ অষ্টাদশ লোকসভায় বিরোধী দলনেতার ভূমিকায় দেখা যাচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। এবার তাঁর একটি মন্তব্য ঘিরেই তোলপাড় লোকসভা। রাহুলের ‘হিন্দু’ মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। ক্ষমা চাইতে হবে, দাবি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

রবিবার রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণ নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন রাহুল। সেই সময়ই শাসক জোটের সাংসদদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যারা নিজেদের হিন্দু বলেন, তাঁরা শুধু হিংসার কথা, ঘৃণার কথা, অসত্য কথা বলেন’। বিরোধী দলনেতা একথা বলা মাত্রই ট্রেজারি বেঞ্চে শোরগোল পড়ে যায়। রাহুলের বক্তব্যের মাঝেই মোদী উঠে দাঁড়িয়ে বলেন, ‘সম্পূর্ণ হিন্দু সম্প্রদায়কে হিংসাশ্রয়ী বলে দেগে দেওয়া ভীষণ বিপজ্জনক’। বিরোধী দলনেতাকে ক্ষমা চাইতে হবেন, দাবি জানাতে থাকেন BJP সাংসদেরা।

সোমবার এই আবহে মহাদেব, গুরু নানক, হজরত মহম্মদ এবং যীশু খ্রিষ্টের ছবি দেখিয়ে ভারত ও অহিংসার ধারণার ব্যাখ্যা দেন রাহুল। মহাদেবের ছবি দেখিয়ে রায়বরেলির সাংসদ বলেন, ‘আপনি প্রভু মহাদেবের ছবি দেখলে বুঝতে পারবেন হিন্দুরা কখনও ভয় বা হিংসা ছড়াতে পারে না। তবে BJP সবসময় ভয়, ঘৃণা ছড়ায়’। রাহুল বলেন, ‘মোদী, BJP, RSS শুধুমাত্র হিন্দু নয়’।

আরও পড়ুনঃ চোপড়া কাণ্ডে ‘আসরে’ নামলেন বোস! মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব, কী কী জানতে চাইলেন রাজ্যপাল?

এবার লোকসভার (Lok Sabha) বিরোধী দলনেতার এই মন্তব্য ঘিরে পাল্টা প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘উনি জানেন না, কোটি কোটি মানুষ নিজেদের গর্ব করে হিন্দু বলেন। কোনও ধর্মের সঙ্গে হিংসাকে জড়িয়ে দেওয়া ঠিক নয়। ওনার ক্ষমা চাওয়া উচিত’।

Rahul Gandhi Hindu comment

এদিন নিজের বক্তব্য শুরু করার আগেই রাহুল বলেন, ভারত নামক যে ধারণা রয়েছে সেটার ওপর আঘাত নেমে এসেছে। লোকসভার বিরোধী দলনেতার কথায়, ‘ভারত সরকার এবং প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আক্রমণের শিকার হয়েছি’। ৫৫ ঘণ্টা ধরে ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে ‘পরমাত্মা’ মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রীকেও একহাত নেন রায়বরেলির সাংসদ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর