বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে নেপাল সফর করছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা কেরালার ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধী। বলা হচ্ছে কোনও এক বন্ধুর বিয়েতে যোগ দিতেই নেপাল গিয়েছেন তিনি। আর এরই মধ্যে ভাইরাল হয়েছে তাঁর একটি ভিডিও। যেখানে কাঠমান্ডুর বিখ্যাত পাব লর্ড অফ দ্য ড্রিঙ্কসে দেখা যাচ্ছে রাহুল গান্ধীকে। আর এই ভিডিওকে হাতিয়ার করেই কংগ্রেস এবং রাহুল গান্ধীকে একহাত নিয়েছে বিজেপি।
এদিন ট্যুইট করে রাহুল গান্ধীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন বিজেপি নেতা কপিল মিশ্র। তিনি সেই ট্যুইটে বলেন, ‘এটি রাহুল গান্ধীর ব্যক্তিগত জীবনের বিষয় নয়। কার সঙ্গে রয়েছেন রাহুল গান্ধী? উনি কি চিনের গুপ্তচরদের সঙেগ রয়েছেন? রাহুল গান্ধী সেনাবাহিনীর বিরুদ্ধে যে ট্যুইট করেন তাও কি চিনের চাপে? প্রশ্ন তো উঠবেই, কারণ প্রশ্নটা রাহুল গান্ধীর নয়, প্রশ্নটা দেশের।’
Rahul Gandhi was at a nightclub when Mumbai was under seize. He is at a nightclub at a time when his party is exploding. He is consistent.
Interestingly, soon after the Congress refused to outsource their presidency, hit jobs have begun on their Prime Ministerial candidate… pic.twitter.com/dW9t07YkzC
— Amit Malviya (@amitmalviya) May 3, 2022
এই প্রসঙ্গে রাহুল গান্ধীকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা অমিত মালব্যও। তিনি ট্যুইট করে লেখেন, ‘রাহুল গান্ধী একটি নাইটক্লাবে ছিলেন যখন মুম্বইয়ে আক্রমন করা হয়েছিল। তিনি এমন সময়ে একটি নাইটক্লাবে আছেন যখন তাঁর পার্টিই বিস্ফোরিত হচ্ছে। দুই ক্ষেত্রেই তিনি ধ্রুবক।’
এই প্রসঙ্গে অবশ্য কোনও প্রতিক্রিয়াই পাওয়া যায়নি কংগ্রেস কিংবা রাহুল গান্ধীর তরফে। সূত্র মারফত খবর, পাঁচ দিনের ব্যক্তিগত সফরে সোমবারই নেপাল পৌঁছেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বন্ধু সুমনিমা উদাসের বিয়ে উপলক্ষে সেই অনুষ্ঠানে যোগ দিতে নেপালে গিয়েছেন তিনি। সেখানে থাকাকালীন বেশ কিছু পর্যটন কেন্দ্রও ঘুরে দেখতে পারেন রাহুল।