বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একটি ট্যুইট করে বলেন স্বৈরাচারী নেতাদের নাম ইংরেজি ‘M” অক্ষর দিয়েই কেন শুরু হয়? কেরলের ওয়ানাডের সাংসদ তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী কয়েকজন স্বৈরাচারী শাসকের নাম মনেও করিয়ে দেন। উল্লেখ্য, মায়ানমারে নিজের হাতে ক্ষমতা নেওয়া সেনা প্রধানের নাম ‘মিন অং লেইন” সেই ইংরেজি অক্ষর ‘M” দিয়েই শুরু হয়।
কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ইঙ্গিতে ইঙ্গিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা স্বৈরাচারী নেতাদের সঙ্গে করে ফেলেন। এখন প্রশ্ন উঠছে যে, রাহুল গান্ধী ‘M” নামের স্বৈরাচারী তো খুঁজে পেলেন, কিন্তু আমাদের দেশে এমন অনেক বিখ্যাত নেতা আছেন এবং স্বাধীনতা সংগ্রামীও আছেন যাদের নাম সেই ইংরেজি অক্ষর ‘M” দিয়েই শুরু হয়, তাঁদের কি করে ভুলে গেলেন তিনি?
Why do so many dictators have names that begin with M ?
Marcos
Mussolini
Milošević
Mubarak
Mobutu
Musharraf
Micombero— Rahul Gandhi (@RahulGandhi) February 3, 2021
এবার আপনি দেখে নিন কীভাবে রাহুল গান্ধী নিজের ট্যুইতে মার্কোস, মুসোলিনি, মিলোসেভিক, মুবারক, মোবতু, মুশরফ আর মাইকমবেরোদের নাম নিয়েছেন। কিন্তু মজার কথা হল, রাহুল গান্ধী এখানেও ভুল করে যান। আসলে তিনি যেই মার্কোসের নাম নিয়েছেন, সেই মার্কোস ফিলিপিন্সের প্রাক্তন স্বৈরাচারী রাষ্ট্রপতি আর মার্কোসের পুরো নাম ‘ফার্দিনান্দ এমানুয়েল এড্রালিন মার্কোস” এর মানে এই যে, মার্কোসের নাম ‘M” দিয়ে না, ‘F” দিয়ে শুরু হয়।
উনি ‘M” দিয়ে শুরু হওয়ার স্বৈরাচারীদের নাম মনে করতে গিয়ে এটা হয়ত ভুলে গিয়েছেন যে, মোহনদাস করমচাঁদ গান্ধী, মোতিলাল নেহরু আর মনমোহন সিংয়ের নামও ‘M” দিয়েই শুরু। আর এনারা সবাই ভারতের বিখ্যাত নেতা এবং স্বাধীনতা সংগ্রামী। এছাড়াও তিনি মঙ্গল পাণ্ডে, মাতঙ্গিনী হাজরা, মৌলানা আবুল কালাম আজাদ, মদন মোহন মালব্যদের নামও যে ‘M” দিয়ে শুরু হয়, সেটাও ভুলে গিয়েছেন।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা