‘পাপ্পু কখনই না, রাহুল গান্ধী একজন স্মার্ট লিডার”, বললেন RBI-র প্রাক্তন গভর্নর

বাংলা হান্ট ডেস্ক : জাতীয় রাজনৈতিক মহল একন তোলপাড় রাহুল গান্ধী ও রঘুরাম রাজনকে নিয়ে। কংগ্রেসের সঙ্গে নাকি ক্রমেই ঘনিষ্ঠতা বাড়ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের( Ex-RBI Governor Raghuram Rajan)। ইদানিংকালের বেশ কিছু ঘটনা থেকে এমনই ইঙ্গিত দিচ্ছে। আগের মাসে ভারত জোড়ো যাত্রা রাজস্থানে থাকাকালীন রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে পা মিলিয়েছেন রাজন। বেশ কিছু বিষয় নিয়ে নাকি আলোচনাও হয় তাঁদের মধ্যে।

ভারতের শীর্ষ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের মতে, রাহুল গান্ধীর ‘পাপ্পু’ ইমেজ ‘বেশ দুর্ভাগ্যজনক’। এর পরই রাহুলকে প্রশংসায় ভরিয়ে দিয়ে রাজনের দাবি ওয়ানাডের সাংসদ বেশ ‘স্মার্ট ব্যক্তিত্ব’। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক সামিটের ফাঁকে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রঘুরাম রাজন (Raghuram Rajan) বলেছেন, ‘আমি মনে করি রাহুল গান্ধীর এই ইমেজটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি প্রায় এক দশক ধরে তাদের সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা করেছি, তিনি কোনভাবেই একজন ‘পাপ্পু’ বা বোকা নন। সে একজন স্মার্ট, তরুণ, কৌতূহলী মানুষ।’

raghuram rajan warns economic slowdown

এই মঞ্চ থেকে রাজন এটাও জানান কেন তিনি রাহুলের নেতৃত্বে কংগ্রেসের দীর্ঘ পদযাত্রায় হাঁটেন। এই প্রসঙ্গে রাজন বলেন, তিনি রাহুল গান্ধীর সাথে হেঁটেছেন কারণ তিনি ভারত জোড়ো যাত্রার মূল্যবোধের পক্ষে দাঁড়িয়েছেন। এর পরই অবধারিত প্রশ্ন উঠছে, তবে কি ২০২৪-এর লোকসভা নির্বাচনের কংগ্রেসে যোগ দিচ্ছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর? এই প্রশ্নের উত্তরে রাজন বলেন, ‘আমি ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়েছি কারণ আমি এই যাত্রার মূল্যবোধের পক্ষে দাঁড়িয়েছি। আমি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না।’

শুধুমাত্র রাহুল গান্ধীর প্রশংসাি নয়, এদিন সংবাদমাধ্যমের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্রের অর্থনৈতিক নীতির সমালোচনাও করেছেন রঘুরাম রাজন (Ex-RBI Governor Raghuram Rajan)। তবে এই প্রথম নয় এর আগেও তাঁর গলায় মোদি সরকারের সমালোচনা শোনা গিয়েছিল একাধিক বার। অনেকেই মনে করেন তিনি নাকি কেন্দ্রের বিজেপি সরকাররে ঘোর বিরোধী। তবে ভারতের অর্থনীতি প্রসঙ্গে আরবিআই-এর প্রাক্তন গভর্নর বলেন, তিনি মনমোহন সিং-এর নেতৃত্বে কংগ্রেস সরকারেরও সমালোচনা করেছেন এক সময়। তবে, কংগ্রেসের পদযাত্রার যোগ দেওয়ার পর যে চর্চা শুরু হয়, তাই আরও একবার উস্কে গেল রঘুরাম রাজনের গলায় রাহুল গান্ধীর প্রশংসা শোনার পর।


Sudipto

সম্পর্কিত খবর