লোকসভা ভোটের আগে হিন্দু ভোট টানতে মরিয়া রাহুল, পুজো দিলেন বৈষ্ণো দেবীর মন্দিরে

বাংলাহান্ট ডেস্কঃ কংগ্রেস নেতা রাহুল গান্ধী (rahul gandhi) নিজের কাজকর্ম এবং আচরণের জন্য বহুবার সংবাদ শিরোনামে হাসিরপাত্রে পরিণত হয়েছেন। তাঁর কর্মকাণ্ডের জেরে বহুবার তাঁকে নানান সমস্যার সম্মুখীনও হতে হয়েছে। তবে বিজেপির দিকে থেকে হিন্দুত্বের উপর বেশি জোর দেওয়ায় সফলতা মেলার পর, এবার সেই দিকেই কিছুটা ঝুঁকছে কংগ্রেস শিবির।

সম্প্রতি সময়ে জম্মু ও কাশ্মীরে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর সেখানে গিয়ে তিনি মা বৈষ্ণো দেবীর মন্দিরে উপস্থিত হন। আর সবথেকে বড় বিষয় হল, সেখানে তাঁকে বেশ ভক্তিমগ্ন অবস্থাতেই দেখা গিয়েছিল। তাঁর এই আচরণের মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন, তিনি একজন পরম হিন্দু ধর্মের মানুষ এবং তিনি মাতা বৈষ্ণো দেবীর একজন পরম ভক্ত।

deu

এটাই প্রথমবার নয়, নিজেকে হিন্দু ধর্মের একজন উপাসক বলে প্রমাণ করার চেষ্টা এর আগেও করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পূর্বে তিনি নিজেকে ব্রাহ্মণ এবং নিজেকে কাশ্মীরি পণ্ডিত হিসেবে পরিচয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করতে চেয়েছিলেন। তবে সমস্যা হচ্ছে, প্রথম থেকে একরকম ভাবমূর্তি দেখার পর, বর্তমান সময়ে এসে মানুষ আর তাঁকে বিশ্বাস করতে চাইছেন না।

কিন্তু নানা সময়ে নানা রকম সমালোচনা, বিদ্রূপ, কটূক্তির পরও হাল ছাড়েননি রাহুল গান্ধী। তাঁর কর্মকাণ্ড যতই হাস্যকর বা অবাককর হোক না কেন, নিজের এই কাজ চালিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী। চেষ্টা করছেন নিজেকে হিন্দু প্রমাণ করে, হিন্দু ধর্মের প্রতি নিজের ভাবাবেগকে সকলের সামনে তুলে ধরতে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর