মোদী সরকার দেশের সম্পত্তি নিজেদের বন্ধু ব্যাবসায়ীদের মধ্যে ভাগ করে দিতে চায়: বাজেট প্রসঙ্গে রাহুল গান্ধী

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২১-২২ এর বাজেট পেশ করেছেন। এই বাজেটের পর কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমন করেছেন। রাহুল গান্ধী বলেছেন, নরেন্দ্র মোদী সরকার কিছু ব্যবসায়ীদের মধ্যে ভারতের সম্পত্তি ভাগ করে দিতে চান।

রাহুল গান্ধী বলেন, সরকার মানুষের হাতে টাকা দিতে ভুলে গেছে। মোদী সরকারের পরিকল্পনা হলো ভারতের সম্পত্তি তাদের বন্ধু পুঁজিপতিদের মধ্যে ভাগ করে দেওয়া।

রাহুল গান্ধীর পাশাপাশি কংগ্রেস পার্টির প্রবক্তা সুরজেবালা বাজেট প্রসঙ্গে মোদী সরকারের সমালোচনা করেছেন। উনি অর্থমন্ত্রী দ্বারা পেশ করা বাজেটকে ধোকা বলে কটাক্ষ করেছেন। উনি বলেছেন এই বাজেটের সারসংক্ষেপ ধোকা এটা চিটিংবাজি বাজেট।


কংগ্রেস প্রবক্তা বলেন, এই বাজেট সেই সমস্ত সাংসদেরও ধোকা দিয়েছে যারা অর্থমন্ত্রীর ভাষণ শুনছিলেন। সুরজেওয়ালা এর কথায়, “এই বাজেট নিয়ে দুটি লাইন বলতে চাই- বেচে খাবে সবকিছু, ছাড়বে না কোনোকিছু”। কেন্দ্র সরকার কেন সুরক্ষা বাজেট বৃদ্ধি করেনি, সেই নিয়েও প্রশ্ন তোলেন রণদীপ সুরজেওয়ালা। উনি বলেন, এই বাজেট গরিবকে ধোকা দিয়েছে, চাকুরিজীবীদের ধোকা দিয়েছে, শ্রমিক কৃষকদের ধোকা দিয়েছে।

সম্পর্কিত খবর