“মধ্যরাতের সিদ্ধান্ত” অত্যন্ত “অপমানজনক”, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের প্রসঙ্গে গর্জে উঠলেন রাহুল

বাংলা হান্ট ডেস্ক: দেশের নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়ায় যখন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হচ্ছে, সেই সময়ে মধ্যরাতে নতুন প্রধান নির্বাচন কমিশনার বাছাইয়ের সিদ্ধান্তের তিনি জোর সমালোচনা করেছেন।

কী জানিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)?

টুইটারে একটি চিঠি শেয়ার করে রাহুল গান্ধী (Rahul Gandhi) পোস্টে লিখেছেন যে, “পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার বাছাই কমিটির বৈঠকে আমি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি ভিন্নমত নোট পেশ করেছি। যেখানে বলা হয়, নির্বাহী হস্তক্ষেপমুক্ত একটি স্বাধীন নির্বাচন কমিশনের সবচেয়ে মৌলিক দিক হল নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের প্রক্রিয়া”

তিনি (Rahul Gandhi) আরও জানান যে, সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করে এবং কমিটি থেকে ভারতের প্রধান বিচারপতিকে অপসারণ করে, মোদী সরকার নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা সম্পর্কে কোটি কোটি ভোটারের উদ্বেগ বাড়িয়েছে। বিরোধী দলের নেতা হিসেবে আমার দায়িত্ব বাবাসাহেব আম্বেদকর এবং আমাদের প্রতিষ্ঠাতাদের আদর্শকে বজায় রাখা এবং সরকারের কাছে জবাব চাওয়া।”

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের মধ্যে কে বেশি শক্তিশালী? উত্তর সামনে আসতেই শুরু হইচই

রাহুল গান্ধী (Rahul Gandhi) আরও বলেন, “প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যরাতে নতুন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের সিদ্ধান্ত অপমানজনক। যেখানে ইতিমধ্যেই কমিটির গঠন ও প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্টে। যেটির রায় ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে শোনা যাবে।”

আরও পড়ুন: “হাঁ” করে তাকিয়ে দেখবে গোটা বিশ্ব! টাটার হাত ধরে চলতি বছরেই নয়া নজির গড়তে চলেছে ভারত

মুখ্য  নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ইতিমধ্যেই দেশের নতুন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নাম ঘোষণা করা হয়েছে। নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে পদোন্নতি পেয়েছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিকে, জ্ঞানেশ কুমার ছাড়াও একজন নির্বাচন কমিশনারও নিয়োগ করা হয়েছে। এর জন্য, প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে একটি বৈঠক সম্পন্ন হয়। যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী উপস্থিত ছিলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর