নরেন্দ্র মোদি আর অমিত শাহ দুজনেই ভারতের ভবিষ্যৎ ধ্বংস করছে, বললেন রাহুল গান্ধী

বাংলা হান্ট ডেস্ক :এমনিতেই নাগরিকত্ব সংশোধনী বিল প্রস্তাব থেকে বিরোধিতা করে আসছে কংগ্রেস। একদিকে লোকসভা ও রাজ্যসভায় বিল প্রস্তাবের সঙ্গে সঙ্গেই কংগ্রেস সাংসদ অধির রঞ্জন চৌধুরী ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবং নিজের মতো যুক্তি দিয়ে নাগরিকত্ব সংশোধনী বিল কোনো ভাবেই পাশ যাতে না হয় তার জন্য সর্বত ভাবে চেষ্টা চালিয়েছেন। যদিও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যখন এত কীর্তি হচ্ছে ঠিক তখনও প্রকাশ্যে সেভাবে কোনো কিছুই বলতে দেখা যায়নি।

কিন্তু এবাপ সরাসরি মোদীা ও শাহকে টার্গেট করে বিস্ফোরক দাবি তুললেন। এর আগে লোকসভা নির্বাচনের সময় চৌকিদার চোর হ্যায়- রাহুলের মন্তব্য ঘিরে কার্যত উত্তপ্ত হয়েছিল গোটা দেশ। তবে এবার নাগরকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এবার নিরবতা ভেঙে সরাসরি প্রকাশ্যে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।  নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে যখন দেশ উত্তপ্ত তখনই ভারতের যুব সম্প্রদায়কে ধ্বংস করার অভিযোগ আনলেন মোদী ও শাহের বিরুদ্ধে।rahulgandhi pti 1

সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় “প্রিয় ভারতের যুব সমাজ, মোদী এবং অমিত শাহ তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে।চাকরির অভাব এবং অর্থনীতির বিপুল পরিমাণ ক্ষতির পর তারা তোমাদের ক্ষোভের মুখোমুখি হতে পারছে না।এ কারণেই তারা ভারতকে বিভক্ত করার চেষ্টা করছে এবং ঘৃণার আড়ালে লুকিয়ে রয়েছে।” বলে মন্তব্য করেন।

পাশাপাশি দেশবাসীকে মোদী সরকারকে পরাস্ত করার জন্য এক হওয়ার বার্তাও দিয়েছেন রাহুল। এমনিতেই প্রধানমন্ত্রী মোদী রবিবার রামলীলা ময়দান থেকে কংগ্রেসের বিরুদ্ধে সাধারণ মানুষকে ভুল বোঝানোর অভিযো এনেছেন। কিন্তু কংগ্রেসও যে ছাড়বার পাত্র নয় তা এবার ঠারে ঠারে বুঝিয়ে দিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।

সম্পর্কিত খবর