নরেন্দ্র মোদী আসলে স্যারেন্ডার মোদী! লাদাখ প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুল গান্ধীর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ লাদাখে LAC-তে চীনের সেনার সাথে হওয়া সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হন। আর এই নিয়ে কংগ্রেসের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) লাগাতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) আক্রমণ করে চলেছেন। রাহুল গান্ধী জওয়ানদের শহীদ হওয়া নিয়ে লাগাতার কেন্দ্রকে প্রশ্ন করে চলেছে।

রাহুল গান্ধী রবিবার আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন। রাহুল গান্ধী বলেন, ‘নরেন্দ্র মোদী আসলে স্যারেন্ডার মোদী।” রাহুল গান্ধী জাপান টাইমসের একটি খবর শেয়ার করে এই কথা বলেন। জাপান টাইমস ভারতের বর্তমান নীতিকে তোষণনীতি বলে আখ্যা দিয়েছে।

এর আগে রাহুল গান্ধী গালওয়ান হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সর্ববদলীয় বৈঠকের পর দেওয়া বয়ান নিয়ে আক্রমণ করেন। সেদিন প্রধানমন্ত্রী বলেছিলেন, চীনের কোন সেনা আমাদের এলাকায় ঢোকেনি আর না তাঁরা আমাদের কোন পোস্ট দখল করেছে। লাদাখে আমাদের ২০ জন জওয়ান শহীদ হয়েছেন, কিন্তু ভারত মাতার বিরুদ্ধে যারা চোখ তুলে দেখেছে, তাদের চরম শিক্ষা দেওয়া হয়েছে।

এর আগে রাহুল গান্ধী একটি খবর শেয়ার করে বলেছিলেন যে চীন ভারতের ৬০ কিমি এলাকা দখল করে নিয়েছে। এছাড়াও উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, ভারতীয় সেনা যখন চীনের সাথে মিটিংয়ে গেছিল তখন তাদের হাতে বন্দুক কেন ধরিয়ে দেওয়া হয়নি? আরেকদিকে তিনি আহত এক জওয়ানের বাবার ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছিলেন। যদিও পরে ওই জওয়ানের বাবা আরেকটি ভিডিও জারি করে রাহুল গান্ধীকে এই বিষয়ে রাজনীতি না করার পরামর্শ দেন।

X