রাশিয়া যেমন ইউক্রেনের সঙ্গে করেছে, তেমনই ভারতের সঙ্গে করতে পারে চীন! ভবিষ্যদ্বাণী রাহুল গান্ধীর

বাংলা হান্ট ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিপর্যস্ত সকল ইউক্রেনবাসী। আর্থিক ও সামাজিক দিক থেকে ভুগছে গোটা দেশ। এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানালেন যে, রাশিয়া যেভাবে ইউক্রেনে আক্রমণ করেছে এবং তার কিছু এলাকা দাবি করেছে, চীনও ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে তাই করতে পারে। এদিন জেডিইউর প্রাক্তন সভাপতি শরদ যাদবের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী। এরপরই একথা বলেন কংগ্রেস নেতা। রাশিয়া যেভাবে ইউক্রেন দখল করার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে, চীনও ভবিষ্যতে ভারতের সাথে সেরমই করতে পারে বলে মত রাহুলের।

রাহুল গান্ধী বলেন যে, “ঠিক একই নীতি চীন ভারতে প্রয়োগ করতে চায়। চীনের মতে, লাদাখ এবং অরুণাচল প্রদেশ আমাদের দেশের অংশ নয় এবং তাদের প্রশাসন এই অঞ্চলগুলির কাছে নিজেদের সেনা মোতায়েন করেছে। কিন্তু সরকার চীনের এই কর্মকাণ্ড দিনের পর দিন উপেক্ষা করে চলেছে। তবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেকার পরিস্থিতি আমাদের কাছে একটি মডেল হিসেবে বর্তমান। এটি আমাদের দেশের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।” এরপর তিনি বলেন, “আমাদের সরকার চীনের বিরুদ্ধে কোনো প্রস্তুতি নিচ্ছে না এবং পরিস্থিতি যদি আরো বিগড়ায়, তবে আমরা প্রস্তুতির সময়টুকু পাবো না।”

এই অনুষ্ঠানে চীনের দখলদারি ছাড়াও রাহুল গান্ধী ভারতের বর্তমান পরিস্থিতিকে শ্রীলঙ্কার সঙ্গেও তুলনা করেন। তিনি বলেন, “আমাদের দেশে মিডিয়া থেকে বিজেপি নেতা-নেত্রী এবং আরএসএস গত দুই-তিন বছরে সত্য গোপন করেছে। তবে ধীরে ধীরে সত্য মানুষের সামনে আসবে। আজ শ্রীলঙ্কায় সত্য প্রকাশ্যে আসার কারণেই শুরু হয়েছে বিক্ষোভ। ভারতেও সত্য তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে।”

jpg 20220408 175229 0000

রাহুল বলেন, “বর্তমানে দেশের মানুষকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভক্ত করা হচ্ছে। আগে একক রাষ্ট্র থাকলেও বর্তমানে দেশকে টুকরো টুকরো করে দিচ্ছে বিজেপি সরকার। মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। ফলে হিংসাত্মক ঘটনা ঘটা কেবল সময়ের অপেক্ষা।”

ad

Sayan Das

সম্পর্কিত খবর