বাংলাহান্ট ডেস্কঃ গত নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল গান্ধী (rahul gandhi)। সেই সময় কংগ্রেসের হার নিয়ে নান জলঘোলা হয়েছিল। তারপর থেকে বর্তমানে এই দায়িত্ব সামলাচ্ছেন কংগ্রেস নেত্রী সোনীয়া গান্ধী। তবে বাংলায় একুশের নির্বাচনের পূর্বে আবারও আওয়াজ উঠেছে রাহুল গান্ধীকে কংগ্রেসের সভাপতি হিসাবে পুনরায় নির্বাচিত করা হোক।
বর্তমানে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলও (bhupesh baghel) রাহুল গান্ধীর সভাপতি হওয়ার পক্ষে সওয়াল করেছেন। তাঁর মতে, রাহুল গান্ধী ছাড়া এই পদ আর কেউ সামলাতে পারবেন না। একমাত্র রাহুল গান্ধীই পারে সরকারের সিদ্ধান্তের আগে মাথা নত না করে, তার পাল্টা জবাব দিতে।
পূর্বেই একবার রাহুল গান্ধীকে কংগ্রেসের সভাপতি করার জন্য আওয়াজ উঠেছিল। এই নিয়ে বিগত এক সপ্তাহের মধ্যে কংগ্রেসের দুটি রাজ্য ইউনিট রাহুল গান্ধীর পক্ষে সমর্থন জানিয়েছেন। গত শনিবার আবারও এই প্রস্তাব পেশ করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
ভূপেশ বাঘেল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘কংগ্রেসের উপর আমার আস্থা রয়েছে। একমাত্র রাহুল গান্ধী যিনি সমগ্র দেশ ঘুরে কংগ্রেসের কর্মীদের একজোট রেখেছেন। নোটবিরোধ, জিএসটি হোক বা করোনা ভাইরাস সহ একাধিক ইস্যুতে নিজের স্পষ্ট মতামত দিয়েছেন’।
বর্তমানে কংগ্রেসের সভাপতি পদ সামলাচ্ছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তবে এরই মধ্যে দুবার করে রাহুল গান্ধীকে আবারও কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত করার প্রস্তাবও পেশ করা হয়েছে। কংগ্রেস সদস্যদের দাবি, আবারও রাষ্ট্রপতি পদে ফিয়ে আসুন রাহুল গান্ধী।