বাংলা হান্ট ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ব্যস্ততা তুঙ্গে। তবে আমেঠি এবং রায়বরেলির আসনের কংগ্রেস প্রার্থী নিয়ে এখনও জল্পনা কাটেনি। গত বৃহস্পতিবারই দল জানিয়েছিল, রাহুল-প্রিয়াঙ্কা আমেঠি বা রায়বেলিতে দাঁড়াবেন কী না তা দলের শীর্ষ নেতৃত্বই ঠিক করবে। তারপর থেকেই জল্পনা ছিল যে, শুক্রবার সকালেই হয়ত দল ঘোষণা করে দেবে কংগ্রেস।
তবে জল্পনামাফিক আমেঠি থেকে প্রার্থী দাঁড়াচ্ছেন না প্রিয়াঙ্কা গান্ধী। উল্টে এই আসনে কংগ্রেস আস্থা দেখিয়েছেন কিশোরীলাল শর্মার উপর। আজ শুক্রবারই এই দুই কেন্দ্রের জন্য মনোনয়ন পেশের শেষ দিন। সূত্রের খবর, এই দুই কেন্দ্রের প্রার্থী নির্বাচন করেছেন খোদ মল্লিকার্জুন খাড়্গে। এমতাবস্থায় প্রশ্ন হচ্ছে, রায়বেরলি থেকে কে প্রার্থী দাঁড়াবেন!
আমেঠি ও রায়বেরলি কেন্দ্রের প্রার্থী নির্বাচনের ভার ছিল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের উপর। যদিও আমেঠি ও রায়বেরলি থেকে কে বা কারা প্রার্থী দাঁড়াবেন তা তিনি কখনোই স্পষ্ট করেননি। তবে ধারণা ছিল, রাহুলকে (Rahul Gandhi) আমেঠি থেকেই প্রার্থী করা হবে। যদিও এই ধারণা সত্যি হয়নি। এমতাবস্থায় রাহুল এবং প্রিয়াঙ্কার আসন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
আরও পড়ুন:দক্ষিণবঙ্গে টানা ৩ দিন ঝমঝমিয়ে বৃষ্টি, তাপমাত্রা কমবে এই জেলাগুলিতে! সুখবর দিল আবহাওয়া দফতর
প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ২০১৯ সাল অবধি আমেঠির সাংসদ ছিলেন রাহুল। তবে গত লোকসভা ভোটে স্মৃতি ইরানির কাছে হেরে যান তিনি। ওদিকে ২০১৯ সালে রায়বরেলিতে জয় হাসিল করেন সোনিয়া গান্ধী। তবে এবার আর তিনি নির্বাচনে লড়ছেন না। এমন আবহে রাজনৈতিক মহলের গুঞ্জন, মায়ের কেন্দ্র থেকেই লড়তে পারেন রাহুল গান্ধী।