বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India) চীনের সীমানা বিবাদের পর থেকে আবারও প্রধানমন্ত্রী মোদীর (Narendra modi) বিরোধিতায় সরব হয়েছেন রাহুল গান্ধী (Rahul gandhi)। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী নানা অছিলায় প্রধানমন্ত্রীকে কোণঠাসা করতে শুরু করেছেন। এবার তিনি তাঁর ভিডিও বার্তার মাধ্যমে স্যোশাল মিডিয়ায় মোদী বিরোধী মনোভাব জাগিয়ে তুলছে।
বাড়ছে মোদী বিরোধী মনোভাব
অল্প সময়ের মধ্যেই রাহুল গান্ধীর মোদী বিরোধী ভিডিও দারুণ সারা ফেলেছে দর্শক মহলে। রাহুল গান্ধীর প্রকাশিত ১৭ ই জুলাই এবং ২০ ই জুলাইয়ের ভিডিও ইতিমধ্যেই ১৫ কোটিরও বেশি মানুষ দেখেছে। দুটো ভিডিওই টুইটারে ৪ কোটি, ফেসবুকে ৬ কোটি, ইউটিউবে ২ কোটি বার দেখেছে মানুষজন। এমনকি হোয়াটসঅ্যাপে ২ কোটি বার শেয়ারও করা হয়েছে।
রাহুলের ভাবমূর্তির বদল ঘটছে
মোদী বিরোধী মনোভাবের দিক থেকে রাহুল গান্ধীর জনপ্রিয়তা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনার জেরে কংগ্রেস নেতার বিজেপির উপর বিরুপ রাজনীতির অভিযোগও উঠেছে। কিন্তু তা সত্ত্বেও জনপ্রিয়তার দিক থেকে তুঙ্গে রয়েছে রাহুলের প্রকশিত তিনটি ভিডিওই। দলে আবারও নতুন করে নিজের ভাবমূর্তি ফিরে পাচ্ছে কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি।
রাহুলের সমর্থনে রোহান
অনলাইন বাড়তে থাকা রাহুল গান্ধীর জনপ্রিয়তা দেখে এআইসিসির সামাজিক যোগাযোগ মাধ্যম প্রধান রোহান গুপ্তা জানিয়েছেন, ‘রাহুল গান্ধী যা বলছেন, তাতে করে তিনি জাতির কণ্ঠস্বরে পরিণত হতে পারেন। সেই সঙ্গে পুরো দেশ আশ্চর্য হয়ে দেখবে যে, প্রধানমন্ত্রী তাঁদেরকে কতটা মিথ্যে কথা বলেছে। চীনা সেনারা ভারতের অংশ দখল করে নিলেও, মোদী জি সেক্ষেত্রে একদম নির্বাক রয়েছেন’।
বিজেপির প্রতিক্রিয়া
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া জানিয়েছেন, ‘যদি রাহুল গান্ধী এবং তাঁর দল বিশ্বাস করে যে প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখিয়ে, তিনি মানুষের ধারণার বদল ঘটাতে পারবেন। নিজেদের হারানো জায়গা ফিরে পাবেন, তাহলে ভগবান তাঁদের সাহায্য করুন। এই ভিডিও শুধুমাত্র বিনোদনের অংশ ছাড়া আর কিছুই নয়’।