রাহুলের সঙ্গে প্রিয়াঙ্কা ফ্রি! ফটোগ্রাফারের ‘বেয়াড়া’ আবদারে চটে লাল অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক: একটা কিনলে আরেকটা ফ্রি, এমন প‍্যাকেজ সিস্টেমের সঙ্গে তো আমরা সকলেই পরিচিত। একটার সঙ্গে বিনামূল‍্যে আরো একটা পাওয়া গেলে কে না খুশি হয়! কিন্তু যে কোনো জায়গায়ই যদি কেউ এমন প‍্যাকেজ সিস্টেমের খোঁজ করে তবে রাগ হওয়াটাই স্বাভাবিক। আর ঠিক সেটাই ঘটেছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ‍্যোপাধ‍্যায়ের (rahul arunoday banerjee) সঙ্গে।

এক ফটোগ্রাফার রাহুলের সঙ্গে ছবি তোলার পর আবদার করে বসেছেন প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের (priyanka sarkar) সঙ্গেও ছবি তোলার। ব‍্যস, অভিনেতা রেগে লাল। বিষয়টা সোশ‍্যাল মিডিয়ায় স্পষ্ট ভাবে বলার প্রয়োজন মনে করেছেন রাহুল। তাঁর বক্তব‍্য থেকে যা জানা যাচ্ছে, পরিচালক রাজর্ষি দে এর ছবির পোস্টার শুট করতে গিয়ে জনৈক ফটোগ্রাফার শান্তনু কর্মকারের সঙ্গে আলাপ হয় রাহুলের।

80496228 1
অভিনেতা জানিয়েছেন, সাধারণত কাজের ক্ষেত্র ছাড়া ছবি তোলার পরিপন্থী তিনি। কিন্তু এখন ইনস্টাগ্রামের জন‍্য টুকটাক ছবি তুলতে হয়। তাছাড়া এতে ওই ফটোগ্রাফারেরও উপকার হবে। সাত পাঁচ ভেবে রাজি হন রাহুল। কিন্তু এরপরেই ফটোগ্রাফার এমন এক আবদার করে বসেন যাতে চটেছেন অভিনেতা।

রাহুল লিখছেন, ‘কালকে ছেলেটি ফোন করে আমায় বলে “দাদা, প্রিয়াঙ্কাদিকে পাওয়া যাবে?তাহলে একটা শাড়ী শুট করতাম”। আমি কিছুক্ষন হতবাক হয়ে যাই, আমার আর প্রিয়াঙ্কার ছাড়াছাড়ি হয়েছে আধ দশক হয়ে গেছে,যা মিডিয়ার কল্যাণে সবাই জানে। আর যদি একসাথে থাকিও তাহলেও নবাব কিনলে আরাম ফ্রি নয়। প্রত্যেকে নিজের যোগ্যতায় জায়গা করেছে।’

এরপরেই রাহুলের সাফ কথা, ‘কোনও ফটোগ্রাফার যদি আমার সাথে (এবং শুধু আমার সাথে) কাজ করতে আগ্রহী হন জানাবেন।’ রাহুলের এই পোস্টে নিজের নিজের মত প্রকাশ করেছেন তাঁর ইন্ডাস্ট্রির সতীর্থরা। সকলেই প্রায় অভিনেতার সঙ্গে সহমত হয়েছেন। কবি শ্রীজাত বন্দ‍্যোপাধ‍্যায় লিখেছেন, ‘দুটো মানুষ আলাদাই, সে তারা একসঙ্গে থাকুক আর না থাকুক। এই স্বাতন্ত্র্যের বোধ আমাদের কবে হবে কে জানে।’ আবার অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর মন্তব‍্য, ‘স্যার তো কবেই বলেছেন,কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায়’। তবে এখনো ফটোগ্রাফারের তরফে কোনো উত্ত‍র মেলেনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর