বিতর্কে ভারত জোড়ো যাত্রা! দলীয় কর্মী তুলতে চাইলেন সেল্ফি, হঠাৎই মেজাজ হারালেন রাহুল, তারপর… রইল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক : আবারও বিতর্ক শুরু ভারত জোড়ো যাত্রাকে (Bharat Jodo Yatra) নিয়ে। গতকাল রাহুল গান্ধীর সঙ্গে এক কংগ্রেস কর্মীর সেলফি তোলার চেষ্টা করেন। আর তাতেই মেজাজ হারিয়ে হাত ধরে সরিয়ে দেন রাহুল (Rahul Gandhi)। সোশাল মিডিয়ায় হয়েছে মারাত্মক ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিয়ো। এক কংগ্রেস কর্মীর সেলফি তোলার চেষ্টার সময় মেজাজ হারিয়ে দলের ভিতরেই বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে রাহুলকে দেখা যাচ্ছে, মেজাজ হারিয়ে সরিয়ে দিচ্ছেন এক কংগ্রেস কর্মীকে। আর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রাহুলের তীব্র নিন্দা শুরু করেছে বিজেপি। ভিডিওটি শেয়ার করেছেন উত্তরাখণ্ডের বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বগ্গা।

ঠিক কী দেখা যাচ্ছে ওই ভিডিওতে? রাজস্থানে রাহুলের ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) সময় ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। সোশাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি মঞ্চে রাহুলকে ঘিরে রয়েছেন একাধিক কংগ্রেস কর্মী ও নেতা। এই সময় একজন ব্যক্তিকে রাহুলের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে দেখা যায়। এরপর ওই ব্যক্তি নিজের মোবাইল ফোন বের করে রাহুলের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। এই সময়ই প্রাক্তন কংগ্রেস সভাপতি মেজাজ হারিয়ে ফেলেন। ওই ব্যক্তিকে হাত ধরে দূরে ঠেলে দিতেও দেখা যায় রাহুলকে।

দিন কয়েক আগেই রাজস্থানের আলওয়ারে ভারত জোড়ো যাত্রার মঞ্চে বিজেপিকে আক্রমণ করেন রাহুল গান্ধী। কেন এই যাত্রা, বিজেপির প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের হিংসার মধ্যে তিনি ভালোবাসার দোকান খুলেছেন। এবার রাহুলের এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভালোবাসার ইস্যুতে রাহুলকে নিশানা করে বিজেপি নেতৃত্ব। সাধারণ মানুষের সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত, তা রাহুলের শেখা উচিত বলে টুইট করে কটাক্ষ করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। জনসমক্ষে একজন কর্মীকে হেনস্থা করে রাহুল ভালোবাসা নয়, বরং অহংকারের দোকান খুলেছেন বলে দাবি করেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়াল। সেলফি তুলতে চাওয়ায় কী ওই কর্মীর ভুল হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এটা রাহুলের ভারত জোড়ো যাত্রা নয়, অহংকার জোড়ো যাত্রা বলেও কটাক্ষ করেন শেহজাদ। অবশ্য এই ভিডিও নিয়ে এখনও পর্যন্ত কংগ্রেস বা রাহুলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।


Sudipto

সম্পর্কিত খবর