চিদম্বরমের জামিনের আবেদনের শুনানির আগে প্রাক্তন অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাহুল ও প্রিয়াঙ্কা

Last Updated:

বাংলা হান্ট ডেস্ক: বুধবার দেশের শীর্ষ আদালতে কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের জামিনের আবেদন সংক্রান্ত শুনানি হবে।, কিন্তু শুনানি শুরুর আগেই দিল্লির তিহার জেলে প্রাক্তন অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাহুল ও প্রিয়াঙ্কা। প্রায় এক ঘণ্টা তিন জনে কথাবার্তাও বলেন। আসলে কংগ্রেসের ওই প্রবীণ নেতাকে দল পাশে আছে বলেই আশ্বস্ত করতেই এ দিন রাহুল ও প্রিয়াঙ্কা তিহার জেলে উপস্থিত হয়েছিলেন বলেই জানিয়েছেন পি চিদম্বরমের ছেলে।

যদিও মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে পরামর্শ নিতেই নাকি চিদম্বরমের সঙ্গে সাক্ষাত্ করতে গিয়েছে রাহুল প্রিয়াঙ্কা, এমনটাই বলছেন অনেকেই,

উল্লেখ্য আইরিস মিডিয়ার কয়েকশো কোটি টাকা প্রতারণার অভিযোগে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেসের প্রবীণতম নেতা পি চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই, একইসঙ্গে তার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনেছে ইডি অর্থাত্ দুই দুটি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী দুটি সংস্থার আছে অভিযুক্ত তিনি।

যেহেতু দেশের শীর্ষ আদালতের রায়ে 27 নভেম্বর অবধি জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল তাই আজ অর্থাত্ বুধবার জামিনের আবেদনের শুনানির দিন। তবে ইতিমধ্যে মঙ্গলবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে সুপ্রিম কোর্টে চিদম্বরমের জামিনের আবেদনের আর্জি বিরোধিতা করা হয়েছে। এবং তাঁর বিরুদ্ধে যথেষ্ট অভিযোগের প্রমাণ রয়েছে বলে জানায় ইডি ।

সম্পর্কিত খবর

X