বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব অধিনায়ক কে এল রাহুল। পাঞ্জাবের বোলারদের দুরন্ত বোলিং এর সুবাদে মাত্র 131 রানেই শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংসে। জবাবে ব্যাট করতে নেমে রাহুলের দুরন্ত ইনিংসে ভর করে 9 উইকেটে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস।
ম্যাচ শেষে পাঞ্জাব কিংসের অধিনায়ক কে এল রাহুল বলেন, “আমরা এই ম্যাচে দলগতভাবে পারফরম্যান্স করেছি এবং জয় তুলে নিয়েছি। এই মরশুমের শুরুতেই পরপর তিনটি ম্যাচ হেরে আমরা ব্যাকফুটে চলে গিয়েছিলাম কিন্তু এই ম্যাচে দারুন কামব্যাক করলাম। আমাদের জয়ে বড় ভূমিকা রেখেছে দলের তরুণ ক্রিকেটাররা। বিশেষ করে শাহরুখ খান এবং রবি বিশোই। রবি বিশোই দলের একজন তরুণ স্পিনার, ওর সাথে অনীল ভাই দীর্ঘক্ষণ বোলিং নিয়ে কথা বলেছে। যার প্রতিফলন দেখা গিয়েছে ম্যাচে। এই ম্যাচে রবি চার ওভার বল করে মাত্র 21 রান নিয়ে দুটি গুরুত্বপূর্ণ তুলে নিয়েছে যা আমাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সেই সঙ্গে মায়াঙ্ক আগারওয়াল ও ক্রিস গেইলের প্রশংসা করেছেন রাহুল। তিনি বলেছেন, শুরুতেই মায়াঙ্ক আগারওয়াল দুরন্ত শুরু করেছিল। শুরুতে একটা বড় পার্টনারশিপ হয়ে যাওয়ায় আমাদের ম্যাচ জিততে সুবিধা হয়েছে। এছাড়াও ক্রিস গেইলের প্রশংসা করে রাহুল বলেছেন, ও নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছি বুঝতে পেরেছে কেমন করে প্রত্যেক ম্যাচে ব্যাটিং করতে হয়। কোন বোলার কে মারতে হয় আর কোন বোলার কে ছেড়ে দিতে হয় এটা এখন খুব ভালোভাবে বুঝতে পেরেছে গেইল। যার ফলে ওর ব্যাটিংয়ে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। গেইলের এই বুদ্ধিদীপ্ত ইনিংস আমাদের প্রত্যেক ম্যাচে সাহায্য করছে।