এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপের পর থেকে ভারতীয় দলের জার্সি গায়ে আর দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। আর সেই কারণেই এখন একজন ভালো উইকেট কিপার ব্যাটসম্যান খুঁজছে ভারতীয় দল কারণ ধোনির পরবর্তী সময়ে উইকেটকিপার ব্যাটসম্যান এর অভাব দেখা দিয়েছে ভারতীয় ক্রিকেটে। এই মুহূর্তে তিনজন উইকেট কিপার ঋদ্ধিমান সাহা, ঋষভ পন্থ এবং কেএল রাহুল থাকলেও কাকে পুরোপুরি ভাবে ফুলটাইম ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ব্যবহার করা যায় সেই নিয়ে ধন্দে পড়ে গিয়েছেন ভারতীয় দলের নির্বাচকরা।
এই তিনজনই নিঃসন্দে ভারতীয় দলের জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তবে এই তিনজনের মধ্যে এবার কে সেরা বেছে নিলেন প্রাক্তন অজি স্পিনার ব্র্যাড হগ। ব্র্যাড হগ জানিয়ে দিলেন সাদা জার্সি গায়ে ভারতীয় দলের হয়ে কে সেরা উইকেটকিপার হতে পারেন। ব্র্যাড হগ এর মতে কে এল রাহুল, ঋদ্ধিমান সাহা এবং ঋষভ পন্থ তিনজনই দারুন প্রতিভাবান ক্রিকেটার। তবে তিনজনের মধ্যে রাহুল যেহেতু একটু লম্বা এবং যে কোন দিকে সহজেই ঝাঁপিয়ে পড়তে পারেন সেই কারণে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ভারতীয় দলের পূর্ণ সময়ের জন্য উইকেট কিপার হিসেবে কে এল রাহুলকেই বেছে নিলেন ব্র্যাড হগ। অপরদিকে সাদা জার্সিতে ঋদ্ধিমান সাহা এবং ঋষভ পন্থের মধ্যে যেকোন কাউকে রাখা যাবে বলে তিনি মনে করেন।
তবে ঋষভ পন্থের আগ্রাসী ব্যাটিং যিনি কিপিংয়ের ব্যর্থতা ব্যাটিং দিয়ে মাধ্যমে ঢেকে দিতে পারেন এই কথা মাথায় রেখে টেস্ট ক্রিকেটে ঋদ্ধিমান সাহার থেকে কিছুটা হলেও ঋষভ পন্থকে এগিয়ে রাখছেন ব্র্যাড হগ। অপরদিকে টি-টোয়েন্টিতে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য রাহুলের থেকেও পন্থকে এগিয়ে রেখেছেন ব্র্যাড হগ। সবদিক দিয়ে বিচার করে ভারতীয় দলের ভবিষ্যৎ উইকেটকিপার হিসেবে পন্থকেই বেছে নিয়েছেন প্রাপ্তন এই অজি স্পিনার।