বাংলা হান্ট ডেস্ক : দেখতে দেখতে ৫২ বছর বয়স হয়ে গেল রাহুল গান্ধীর (Rahul Gandhi)। তাঁর বিয়ের জন্য অনেকেই অপেক্ষা করে রয়েছেন। তিনি কবে বিয়ে করবেন? তার থেকেও বড় প্রশ্ন হল কার গলায় মালা দেবেন তিনি? সম্প্রতি নিজে মুখেই কংগ্রেস সাংসদ জানিয়েছেন, তিনি কেমন জীবনসঙ্গিনী চান। এর উত্তর দিয়েছেন সনিয়াপুত্র নিজেই।
এরপর রাহুলের কাছে জানতে চাওয়া হয়েছিল, ইন্দিরা গান্ধীর মতো গুণসম্পন্ন কোনও মহিলাকেই কি তিনি বিয়ে করতে চান? কী বললেন রাহুল এই প্রশ্নের উত্তরে?রাহুল জানান, প্রশ্নটা বেশ মজার। তিনি বলেন, তিনি এমন একজন মহিলাকে বিয়ে করতে চান, যাঁর মধ্যে তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধী এবং মা সনিয়া গান্ধী – দুজনেরই গুণাবলীর মিশেল ঘটেছে। অর্থাৎ তাঁর জীবনসঙ্গিনীকে বুদ্ধিমতি হতেই হবে। এরই সঙ্গে তিনি আরও জানান, কেউ তাঁকে পাপ্পু বলে ডাকলে তাঁর খারাপ লাগে না। কারণ এটা তাঁর বিরুদ্ধে হওয়া অপপ্রচারেরই একটা অংশ। যারা এই জাতীয় কথা বলে, রাহুলের মতে তারা আসলে নিজেদের নিয়েই অসন্তুষ্ট এবং ভীত।
রাহুল গান্ধী দাবি করেন, তাঁর বাবা-মা, অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও সনিয়া গান্ধীর বিয়ে যথেষ্ট সফল তাই জীবনে এমন কাউকেই তিনি চাইছেন স্ত্রী হিসাবে। এরই সঙ্গে রাহুল জানান, ভারত জোড়ো যাত্রার সময় তিনি ভারতীয় সংস্কৃতিকে খুব কাছ থেকে দেখেছেন। তিনি বলেন, তেলেঙ্গানা সহ বেশ কিছু রাজ্যের মানুষ মশলাদার খাবার পছন্দ করেন৷ ভারত জোড়ো যাত্রায় তিনি অনুভব করেছেন, রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের শুধু নয়, বরং এক রাজ্যের মধ্যেই বিভিন্ন শহরের সংস্কৃতির তফাৎ রয়েছে। তবে রাজীব পুত্র নিজে তন্দুরি খাবার বেশি পছন্দ করেন। আর এই কারণেই, চিকেন টিক্কা, সীখ কাবাব এবং বিভিন্ন ধরনের অমলেট খেতে খুবই পছন্দ করেন।
এদিন নিজের চরিত্র নিয়েও খোলামেলা ছিলেন রাহুল। তিনি জানান, রেগে গেলে তিনি খুব চুপচাপ হয়ে যান। তাঁর মতে ভারত সরকার যাত্রা আদতে একটি তপস্যা ছিল। ভারতীয় সংস্কৃতিতে তপস্যার গুরুত্ব তিনি জানেন বলেই দাবি করেন। দেশের বহু মানুষ তপস্যা করছেন। তাই কঠিন কাজ শুরুর আগে জোড়ো যাত্রার মাধ্যমে তপস্যা করেছেন রাহুল গান্ধী।