বাংলা হান্ট ডেস্ক : রেলমন্ত্রী পীযূষ গোয়েলের পর বঙ্গ সন্তান তথা অর্থনীতিবিদ নোবেল জয়ী অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর বামপন্থী অর্থনীতি মনোভাবের প্রসঙ্গ তুলে ব্যক্তিগত জীবনকে তুলে ধরে রাহুল তাঁকে কটাক্ষ করেন। তাই তো দ্বিতীয়বার বিদেশিনীকে বিয়ে করলেই দেখছি লোকে নোবেল পায়, অমর্ত্য সেন কেউ দেখেছে- ঠিক এই ভাষাতেই নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিত বিনায়ক কটাক্ষ করেন তিনি।
যদিও শুধুমাত্র অভিজিতকে নয় তাঁর বক্তব্যের মধ্য দিয়ে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সুরে কথা বলে বামপন্থী অর্থনীতি এই দেশে ছাড়ে না কারণ দেশের মানুষ বামপন্থী কে প্রত্যাখ্যান করেছে,তাই দেশের দারিদ্র দূরীকরণ করতে উনি কোনও কাজে আসবেন না বলেও কটাক্ষ করেন রাহুল। শুধু তাই নয় ভারতের মহাত্মা গাঁধীর নীতির ভূয়সী প্রশংসা করে আর্থিক উন্নয়ন সম্ভব বলে জানান তিনি।
আসলে এ বছর সস্ত্রীক অভিজিত্ বন্দ্যোপাধ্যায় নোবেল পেয়েছেন, তাঁর স্ত্রী তথা ফরাসি নাগরিক ডা ফলো অর্থনীতিতে নোবেল পেয়েছেন, তাই বিজেপি নেতা রাহুল বলতে চাইছেন দ্বিতীয়বার বিদেশিনীকে বিয়ে করার জন্যই নাকি অভিজিত এই নোবেল পেয়েছেন। উল্লেখ্য রাহুলের আগেই পীযূষ গোয়েল অভিজি বিনায়ক বন্দ্যোপাধ্যায় কে নোবেল পাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে তাঁর বামপন্থী মানসিকতার নিন্দা করেছিলেন।
তবে কেন্দ্রীয় সরকারের অর্থনীতির বিরুদ্ধে যে ভাবে বার বার অভিজিত্ সমালোচনায় সরব হয়েছিলেন তা যে মোদী সরকারের চক্ষুশূল হয়ে উঠেছে তা বোঝার বাকি নেই কারোরই। দেশের অর্থনীতিতে চাহিদা কমছে এটা আশঙ্কার বিষয় এমআইটিতে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন অভিজিত, তা যে মোদী সরকারের অস্বস্তির কিছুটা হলেও কারণ হয়ে উঠেছে বোঝার বাকি নেই কারোরই।