অবিশ্বাস্য ক্যাচ নিয়ে বিরাটকে প্যাবিলিয়নে ফেরালেন রাহুল ত্রিপাঠি, ভিডিও দেখে অবাক খোদ বিরাটও

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার সুপার সানডের বিকেলে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং চ্যালেঞ্জ চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। এই পিচে খেলা যত এগোবে ততই পিচ স্লো হবে রান ওঠা মুশকিল হবে এই যুক্তিতে বিরাট প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।

তবে ব্যাটিং করতে নেমে শুরুতেই অর্থাৎ ম্যাচের দ্বিতীয় ওভারেই অধিনায়ক বিরাট কোহলিকে হারিয়ে চাপে পড়ে যায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বরুণ চক্রবর্তীর দুরন্ত স্পিনের বেড়াজালে আটকে আউট হয়ে প্যাবিলিয়নে ফিরতে হয় বিরাট কোহলিকে।

https://twitter.com/iam_wajahat555/status/1383725709521154054?s=20

বরুণ চক্রবর্তীর বলে আউট হলেও উইকেটের পুরো কৃতিত্বই দুরন্ত ফিল্ডিং করা রাহুল ত্রিপাঠীর। সমস্ত ফিল্ডিং 30 গজের ভিতরে থাকায় বুদ্ধি করে বলটি কাভারের উপর দিয়ে খেলে দেন বিরাট। বিরাট হয়তো ভাবতেও পারেনি এটা ক্যাচ হবে। কভারে সার্কেলের ভিতর ফিল্ডিং করা রাহুল ত্রিপাঠি পিছনের দিকে 30 মিটার দৌড়ে ড্রাইভ দিয়ে বিরাটের ক্যাচ ধরে ফেলেন। যা দেখে অবাক হয়ে যান ক্ষোদ বিরাট কোহলিও। কারণ পিছনের দিকে এতটা দৌড়ে ক্যাচ নেওয়া মোটেও সহজ হয় না।

Udayan Biswas

সম্পর্কিত খবর