বাংলাহান্ট ডেস্ক: করোনা (corona) আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেতা তথা ইউটিউবার রাহুল বোহরা (rahul vohra)। রবিবার নাট্য পরিচালক তথা লেখক অরবিন্দ গৌর সোশ্যাল মিডিয়ায় জানান এই দুসংবাদ। মৃত্যঙর কয়েক ঘন্টা আগে শনিবার চিকিৎসা ব্যবস্থা নিয়ে এক হতাশাজনক পোস্ট করেছিলেন রাহুল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগও করেন তিনি ওই পোস্টে।
করোনা পরীক্ষা করিয়ে পজিটিভ রিপোর্ট আসে রাহুলের। তখন থেকেই শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তিনি। মৃত্যুর আগে শেষ পোস্টে স্পষ্টতই তাঁর হতাশা ঝড়ে পড়েছে। তিনি লেখেন, ‘ভাল চিকিৎসা পেলে আমিও বেঁচে যেতাম। শীঘ্রই জন্ম নেব ও ভাল কাজ করব। এবার হেরে গেলাম।’ এই পোস্টে নরেন্দ্র মোদী ও মনীশ শিশোদিয়াকে ট্যাগ করেছেন তিনি।
ডিজিটাল প্ল্যাটফর্মে একজন পরিচিত মুখ ছিলেন রাহুল। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির বহু তারকা। পরিচালক অরবিন্দ শোকপ্রকাশ করে লিখেছেন, ‘রাহুল বোহরা চলে গেল। আমার প্রতিভাশীল অভিনেতা আর নেই। গতকালই ও আমাকে বলছিল ভাল চিকিৎসা পেলে ওর জীবনটা বেঁচে যেত। দ্বারকার আয়ুষ্মানে ওকে শিফট করা হয়েছিল কাল। কিন্তু ওকে আমরা বাঁচাতে পারলাম না। আমাদের ক্ষমা কোরো। আমরা সবাই তোমার দোষী।’
উত্তরাখন্ডে জন্মগ্রহণ করেছিলেন রাহুল। বেশ পরিচিত অভিনেতা ও ইউটিউবার ছিলেন তিনি। ফেসবুক ১৯ লক্ষ ফলোয়ার ছিল তাঁর। ১০০ মিলিয়ন ভিউ হত তাঁর এক একটি ভিডিওতে। দিল্লিতে থিয়েটারে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন তিনি। মাত্র ৩৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাহুল।