‘কেউ জানে না কিভাবে রাহুলের মৃত‍্যু হয়েছে’, হাসপাতালে স্বামীর শেষ ভিডিও পোস্ট করলেন স্ত্রী জ‍্যোতি

বাংলাহান্ট ডেস্ক: রবিবারই আরেক অভিনেতাকে হারিয়েছে বলিউড। করোনা আক্রান্ত হয়ে মৃত‍্যু হয়েছে অভিনেতা তথা ইউটিউবার রাহুল বোহরার (rahul vohra)। মৃত‍্যুর কয়েক ঘন্টা আগে চিকিৎসা ব‍্যবস্থার দুর্দশা নিয়ে পোস্ট করেছিলেন তিনি সোশ‍্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও (narendra modi) ট‍্যাগ করেন তিনি পোস্টে।

কিন্তু কোনো লাভ হয়নি তাতে। পোস্ট করার কয়েক ঘন্টা পরেই মৃত‍্যু হয় রাহুলের। অভিনেতার মৃত‍্যুর পরেই তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। চিকিৎসা ব‍্যবস্থার অপ্রতুলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। এবার স্বামীর মৃত‍্যু নিয়ে মুখ খুললেন রাহুলের স্ত্রী জ‍্যোতি তিওয়ারি।

IMG 20210509 231753
মৃত‍্যুর আগে রাহুলের করা একটি ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। কতটা অসহায় ভাবে মৃত‍্যু হয়েছে তাঁর সেটা এই ভিডিওতেই স্পষ্ট বোঝা যায়। ভিডিওতে রাহুলকে বলতে শোনা যায়, তাঁর অক্সিজেন খুবই প্রয়োজন। অথচ মাস্ক থেকে অক্সিজেন পাওয়া যাচ্ছে না। দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালের এমনি অবস্থা।

ভিডিওটি শেয়ার করে জ‍্যোতি লিখেছেন, ‘আমার রাহুল চলে গিয়েছে এটা সবাই জানে কিন্তু কিভাবে সেটা কেউ জানে না। রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতাল তাহিরপুর দিল্লি। এভাবে চিকিৎসা হয় ওখানে। আশা করছি আমার স্বামী ন‍্যায়বিচার পাবে। আরো একজন রাহুলকে এই দুনিয়া ছেড়ে যেন চলে যেতে না হয়।’

https://www.instagram.com/tv/COrkE5YpDX2/?igshid=254xqim8k9hg

অপরদিকে অভিনেত্রী কিশ্বর মার্চেন্ট (kishwer merchantt) মন্তব‍্য করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়। রাহুল যদি সোনু সূদকে (sonu sood) ট‍্যাগ করে সাহায‍্য চাইতেন তাহলে তিনি বেঁচে যেতেন।

একটি ইনস্টাগ্রাম পোস্টের কমেন্টে কিশ্বর লেখেন, ‘এই বার্তাটা যদি সোনু সূদের কাছে পৌঁছাত তাহলে এখন বিষয়গুলো হয়তো অন‍্য রকম হতো। পরিবারের জন‍্য প্রার্থনা করি।’ অভিনেত্রীর এই মন্তব‍্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরাও সম্মতি জানিয়ে বলে, সোনু সূদের উপর সত‍্যিই ভরসা করা যায়। প্রধানমন্ত্রীর বদলে সোনুকে ট‍্যাগ করলে হয়তো বেঁচে যেতেন রাহুল।

প্রসঙ্গত, করোনা পরীক্ষা করিয়ে পজিটিভ রিপোর্ট আসে রাহুলের। তখন থেকেই শারীরিক সমস‍্যার সম্মুখীন হচ্ছিলেন তিনি। মৃত‍্যুর আগে শেষ পোস্টে স্পষ্টতই তাঁর হতাশা ঝড়ে পড়েছে। তিনি লেখেন, ‘ভাল চিকিৎসা পেলে আমিও বেঁচে যেতাম। শীঘ্রই জন্ম নেব ও ভাল কাজ করব। এবার হেরে গেলাম।’ এই পোস্টে নরেন্দ্র মোদী ও মনীশ শিশোদিয়াকে ট‍্যাগ করেছেন তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর