লকডাউনে মানুষের পাশে রায়গঞ্জের বিজেপি বিধায়ক, রোজ বিনামূল্যে বিতরণ করছেন পাঁচ হাজার রুটি-সব্জি

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে বাড়তে থাকা সংক্রমণের জেরে আগামী ৩০ মে অবধি লকডাউন (lockdown) জারী করেছে রাজ্য সরকার। বন্ধ রয়েছে কলকারখানা থেকে অসিফ, স্কুল, কলেজ সমস্তকিছুই। জরুরী ভিত্তিতে কিছু ক্ষেত্রে ছাড় রাখা হলেও, তা শর্তসাপেক্ষে নির্দিষ্ট সময় সীমার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে।

গতবছর আমরা দেখেছি, লকডাউনে আর্থিক সংকটে পড়েছিলেন সমাজের বহু দরিদ্র শ্রেণীর মানুষ, যারা দিন আনে দিন খায়। লকডাউনের জেরে তাঁদের রুজি রুটি বন্ধ হওয়ায়, একাধারে আর্থিক আবার অন্যদিকে খাদ্য সংকটে ভুগছিলেন তাঁরা। সেইসময় সরকার থেকে শুরু করে অনেক স্বেচ্ছাসেবী সংঠন তাঁদের পাশে দাঁড়িয়েছিল। এবারেও তাঁর ব্যতিক্রম হল না।

রাজ্য সরকার লকডাউন ঘোষণা করতেই সমাজসেবার কাজে নেমে পড়লেন এক বিজেপি (bjp) বিধায়ক। আর্থিক সংকটে থাকা মানুষদের মুখে খাবার তুলে দিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী। প্রতিদিন প্রায় ১৫০ কেজি আটা দিয়ে পাঁচ হাজার রুটি এবং সঙ্গে সব্জি তৈরি করে বিতরণ কর্মসূচি শুরু করলেন শ্রী কৃষ্ণ কল্যাণী। সমাজের দরিদ্র শ্রেণীর মানুষদের মুখে খাবার তুলে দিয়ে পাশে দাঁড়াল বিজেপি।

এপ্রসঙ্গে বিজেপি বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, ‘করোনা দুর্যোগের মধ্যে পিতা স্বর্গীয় দীনদয়াল কল্যাণীর স্মৃতির উদ্দেশ্যেই মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নিয়েছি। আজ থেকে শুরু হয়ে বছরের প্রতিটা দিনেই রায়গঞ্জের বিভিন্ন এলাকায় এই কর্মসূচী চলতে থাকবে। বেলা ১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ‘অন্নপূর্ণা ভান্ডার’ ভ্যান থেকে সম্পূর্ণ বিনামূল্যে মিলবে রুটি-সব্জি’।।

স্যোশাল মিডিয়ায় সেই দৃশ্যের ভিডিও শেয়ার হতেই রীতিমত তা ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে এই ভাইরাল ভিডিও (viral video) হৃদয় ছুঁয়ে গিয়েছে নেটিজনদের।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর