বাংলা হান্ট ডেস্কঃ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৫০০ বছরের পুরনো মন্দির চত্বরে এক যুবকের হামলা চালানোয় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার সকালে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশের আধিকারিকরা সেখানে গিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার সিসিটিভি ফুটেজে এক যুবককে মন্দির চত্বরে তাণ্ডব করতে দেখা যাচ্ছে।
সাতসকালে রায়গঞ্জের কুলিক নদীর তীরে ৫০০ বছরের পুরনো করুণাময়ী কালী মন্দির চত্বরে হাতে রড নিয়ে ঘোরাফেরা করছিল এলাকারই যুবক রামু সাহা। সেই সময় মন্দিরের পুরোহিতের দায়িত্বে থাকা মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের মা চিত্রাদেবীও সেখানে ছিলেন।
অভিযুক্ত যুবক রামুকে প্রথমে একটি গাড়িতে ভাঙচুর চালাতে দেখেন চিত্রাদেবী। এরপর তিনি তাঁকে আটকাতে গাড়িটির দিকে এগিয়ে যান। আর তখনই রামু চিত্রাদেবীর উপর চড়াও হয়। রড দিয়েই তাঁকে মারধর শুরু করে রামু। বৃদ্ধা চিত্রাদেবী রামুর ঘাট সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েন। এলাকার মানুষ তৎক্ষণাৎ চিত্রাদেবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এই ঘটনার পরিপেক্ষিতে রায়গঞ্জ থানার আইসি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে রামু সাহা মানসিক ভারসম্যহীন। দীর্ঘদিন ধরেই তাঁর চিকিৎসা চলছে। মাঝে মধ্যেই রামুকে এলাকার কোনও না কোনও জায়গায় তাণ্ডব চালাতে দেখা গিয়েছে। চিকিৎসার পরেও তাঁর কোনও উন্নতি হয়নি। আমরা ঘটনার তদন্তে নেমেছি।