এই তিনটি কারণে ঋষভ পন্থকে অধিনায়ক করে ঐতিহাসিক ভুল করল দিল্লী

বাংলা হান্ট ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন শ্রেয়স আইআর। চিকিৎসকরা পরীক্ষা করে জানান শ্রেয়স আইআর এর বাঁ কাঁধের হাড় সরে গিয়েছে যার জন্য অস্ত্রোপচার করতেই হবে। চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান শ্রেয়স আইয়ার। এমনকি পুরো আইপিএল থেকেও ছিটকে গিয়েছেন আইয়ার। শ্রেয়স আইআরের পরিবর্তে দিল্লি ক্যাপিটালস এবার তাদের অধিনায়কত্ব তুলে দিয়েছেন আরেক তরুণ ক্রিকেটার ঋষভ পন্থের কাঁধে।

তবে ঋষভ পন্থের কাঁধে অধিনায়কত্ব তুলে দিয়ে কিছুটা হলেও ভুল সিদ্ধান্ত নিয়েছে দিল্লি, তার কারণ:

সিনিয়র ক্রিকেটারদের সমস্যা:
দিল্লি দলে রয়েছেন স্টিভ স্মিথ, আজিঙ্কা রাহানে এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো সিনিয়র ক্রিকেটার। যারা এর আগেও বিভিন্ন ফ্রাঞ্চাইজি এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন। এদের সামনে কম অভিজ্ঞতা সম্পন্ন ঋষভ পন্থকে অধিনায়ক করায় এইসব সিনিয়র ক্রিকেটারদের সম্মানে আঘাত লাগতে পারে।

rhtp6ukg rishabh pant laughing

অধিনায়ত্বের চাপ:
ক্রিকেট খেলায় অধিনায়কের এমন একটা চাপ থাকে যা বড় বড় সিনিয়র ক্রিকেটারদেরও পারফরম্যান্সে প্রভাব পড়ে। সে দিক থেকে আইপিএলের মতো এত বড় টুনামেন্টে অধিনায়কত্ব করায় ব্যাটিংয়ে বড় প্রভাব পড়তে পারে ঋষভ পন্থের। সাধারণত ঋষভকে আমরা মারকুটে ব্যাটসম্যান হিসেবেই চিনি তবে অধিনায়ক কারণে এই মরশুমে পন্থ নিজের ব্যাটিং ধরণ পাল্টে ধীরে ব্যাটিং করতে পারে সেক্ষেত্রে প্ৰভাব পড়বে দিল্লির পারফরম্যান্সেও।

রিভিউ সিস্টেমে বড় প্রভাব:
ম্যাচের যেকোনো মুহূর্তে রিভিউ নেওয়ার ক্ষেত্রে অধিনায়ক একটি বড় ভূমিকা পালন করে। যেটা আমরা ধোনি কিংবা বিরাট কোহলির ক্ষেত্রে দেখেছি। তবে পন্থের রিভিউ নেওয়ার বিষয়ে পূর্ব পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ভুল রিভিউর কারণে পন্থকে বহুবার ট্রোল হতে দেখা গিয়েছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর