বাংলা হান্ট ডেস্ক : বর্ধমানে এশিয়ার বৃহত্তম ঝুলন্ত রেল ব্রিজের দু দুবার উদ্বোধনকে কেন্দ্র করে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত৷ বর্ধমান রেল স্টেশনের পাশে যে ঝুলন্ত ব্রিজটি নির্মিত হয়েছে তার জন্য 300 কোটি টাকা খরচ হয়েছে এবং সেই ব্যয়ভার অর্ধেক বহন করেছে রাজ্য রেল৷ রেল ওভার ব্রিজের ওপরের অংশ তৈরি করেছে রেল বাকি রাস্তার অংশ তৈরি করেছে পূর্ত দফতর৷ কিন্তু বর্ধমান রেল ব্রিজের উদ্বোধনকে ঘিরে শুরু হয়েছে কেন্দ্র রাজ্য সংঘাত৷
আজ অর্থাত্ মঙ্গলবার বর্ধমানের ঝুলন্ত রেল ব্রিজ উদ্বোধনের কথা সেখানে উপস্থিত থাকবেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস৷ এ ছাড়াও রেল ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠানে থাকবেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ 24 সেপ্টেম্বরের পর আবারও 30 সেপ্টেম্বর তারিখে ওই একই ব্রিজ উদ্বোধন হবে, তবে সেদিনের রেল ব্রিজ উদ্বোধনে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ তবে এই ব্রিজ দুবার উদ্বোধন কেন? এই প্রশ্ন যেমন উঠছে তেমনই পূর্ত দফতর ও রেল মন্ত্রকের যৌথ উদ্যোগে উদ্বোধন হয় এমনটাও বলছেন অনেকেই৷
তবে জানা গিয়েছে মঙ্গলবার বর্ধমানের ঝুলন্ত রেল ব্রিজের দু পাশে যে রাস্তা আছে তা উদ্বোধন করবেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস এবং 30 সেপ্টেম্বর তারিখে ওই ঝুলন্ত রেল ব্রিজ উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ তাই 30 সেপ্টেম্বর তারিখে রেলমন্ত্রীর ব্রিজ উদ্বোধনের পরই যানবাহনের জন্য সেটি খুলে দেওয়া হবে৷ 24 সেপ্টেম্বর তারিখে রাস্তা উদ্বোধন হলেও ব্রিজ উদ্বোধন হচ্ছে না তাই আপাতত ভাবে ব্রিজটি বন্ধই থাকছে৷ তবে এশিয়ার বৃহত্তম ঝুলন্ত রেল ব্রিজ উদ্বোধন নিয়ে যেভাবে কেন্দ্র ও রাজ্যের সংঘাত প্রকাশ্যে এসেছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷