করোনা ভাইরাসের খারাপ পরিস্থিতি মোকাবিলায় একদিনের বেতন দেবার সিদ্ধান্ত রেল বোর্ডের

  1. করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। বাড়িতে থেকে সবাইকে সুস্থ আর সচেতন থাকার নিদান দিয়েছেন।

আর এসবের মধ্যে প্রধানমন্ত্রী জানিয়েছেন মানুষের এর মধ্যে আতঙ্কিত হওয়ার কিছু নেই । তবে এখনো যা পরিস্থিতি ভারতের অর্থনীতি হয়তো বড়ো ধাক্কা খেতে পারে। বলে জানা গিয়েছে। এই পরিস্থিতি সামাল দেওয়া জন্য ভারতীয় রেলবোর্ড নতুন সিদ্ধান্ত নিয়েছে।

Context.png55989439 5E40 44A3 9D04 DE43779DEE8EDefaultHQ

তারা জানিয়েছে অবিস্মরণীয়ভাবে সমস্ত সাহায্যের জন্য এগিয়ে যাওয়া উচিত এবং যে কোনও অনুদানের জন্য দান করার মতো প্রস্তুতি নেওয়া উচিৎ। কোরোনার অবিশ্বাস্য পরিস্থিতিকে সরকারকে সহায়তা প্রদানের জন্য সমস্ত সাহায্যের জন্য বলেছিলেন।

তারা জানায় অন্তত একদিনের বেতন দিয়ে প্রত্যেক মানুষ সাহায্য করতেই পারেন। যদিও এর আগে এসবের মধ্যে প্রধানমন্ত্রীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অনেকেই। আনন্দ মাহিন্দ্রা এবং মুকেশ অম্বানী এর আগে সাহায্য করার কথা ঘোষণা করেছেন।

সম্পর্কিত খবর