একসঙ্গে তিনটি ট্রেনের দুর্ঘটনা বালেশ্বরে! মৃতের সংখ্যা ছাড়াতে পারে ১০০, ক্ষতিপূরণ ঘোষণা রেলের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এক দুর্ঘটনার কবলে তিন-তিন খানা ট্রেন! হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর হামসফর এক্সপ্রেস, মালগাড়ি। একইসঙ্গে তিন তিনটি ট্রেনের দুর্ঘটনার কথা রেলযাত্রীরা আগে কোনও দিন শুনেছেন কিনা, সেই সম্পর্কে নিশ্চিত ধারণা নেই কারোরই। তবে এই নিয়ে নতুন করে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। দূরপাল্লার ট্রেনের সকল যাত্রী এখন অত্যন্ত দুরু দুরু বুকে নিজেদের যাত্রাপথে এগিয়ে চলেছেন।

এখনও অবধি যা খবর পাওয়া যাচ্ছে, প্রথমে বেঙ্গালুরু হাওড়া যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে উল্টোদিক থেকে আসা করমণ্ডল এক্সপ্রেসকে ধাক্কা মারে। সেই অভিঘাতে করমণ্ডল এক্সপ্রেস মালগাড়ির ওপরে গিয়ে পড়ে ও বেলাইন হয় বলে জানা গিয়েছে।

রেলের ভাড়া নিয়মিত বেড়ে চলেছে, কিন্তু সেই অনুপাতে যাত্রীসুরক্ষা পাচ্ছেন কি যাত্রীরা? এই ঘটনা সেই নিয়ে প্রশ্ন তুলে দিলো। যা খবর পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী মৃত্যুর সংখ্যা এখনও অবধি সঠিকভাবে আন্দাজ করা যাচ্ছে না। আপাতত ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত ভাবে পাওয়া গিয়েছে।মোট ২০টি কামরা লাইন চ্যূত হওয়ায় আহত সংখ্যাও প্রচুর।

ইতিমধ্যেই রেলমন্ত্রী ওই ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছেন। মর্মান্তিক এবং ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা। ঘটনাস্থলে রেলমন্ত্রী ও রেল বোর্ডের চেয়ারম্যান। মৃতের পরিবারকে ১০ লাখ। গুরুতর আহতদের ২ লাখ এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপুরণ রেলের।

Coromondal express accident helpline numbers:

*Howrah: 033-26382217

*Kharagpur helpline number: 8972073925, 9332392339

*Balasore helpline number: 8249591559, 7978418322

*Shalimar helpline number: 9903370746

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর