অনেকেই রাখেন না খোঁজ! অসুস্থ রোগীদের জন্য রেল দেয় বড় সুবিধা! টিকিটে মেলে ১০০ শতাংশ পর্যন্ত ছাড়

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে যাতায়াতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল রেলপথ (Indian Railways)। সমগ্র দেশজুড়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। কাছের কোনো সফর হোক কিংবা দূরের কোনো স্থান প্রত্যেক ক্ষেত্রেই ট্রেনের ওপরেই ভরসা রাখেন তাঁরা। যেকারণে রেলপথকে দেশের “লাইফলাইন” বলা হয়।

এছাড়াও, অন্যান্য গণপরিবহণগুলির তুলনায় ট্রেনে চেপে যাতায়াতের ক্ষেত্রে খরচের পরিমাণ হয় অনেকটাই কম। আর সেই কারণেই যত দিন এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে রেলের যাত্রী সংখ্যা। এমতাবস্থায়, যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপও গ্রহণ করা হয় রেলের তরফে। পাশাপাশি দেওয়া হয় বিভিন্ন সুবিধাও। যেগুলি সম্পর্কে জানেন না অধিকাংশ জনই। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেই রকমই এক প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

এমনিতেই আমরা সকলেই জানি যে, রেল প্রবীণ যাত্রীদের সফরের ক্ষেত্রে টিকিটে ছাড় দেয়। তবে, অসুস্থ যাত্রীদের জন্যও রেলে রয়েছে ছাড় দেওয়ার নিয়ম। যেটি অনেকেরই অজানা। মূলত, রেলের নিয়ম অনুযায়ী কোনো যাত্রী যদি ক্যানসারে আক্রান্ত হন কিংবা হার্ট সার্জারি করতে যান সেক্ষেত্রে রয়েছে টিকিটের ছাড়ের সুবিধা। এছাড়াও, আরও একাধিক রোগের ক্ষেত্রে দেওয়া হয় এই ছাড়।

আরও পড়ুন: অনেকটাই কম লাগবে সময়, এবার হাওড়া থেকে এই রুটের যাত্রীদের জন্য সুখবর! বড় পদক্ষেপ রেলের

পাশাপাশি, কিছু কিছু ক্ষেত্রে রেলের টিকিটে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় উপলব্ধ করা হয়। এক্ষেত্রে কোনো ক্যানসার রোগী এবং তাঁর সঙ্গে থাকা একজন যাত্রী স্লিপার এবং এসি ৩ টায়ারের টিকিটে পেতে পারেন ১০০ শতাংশ ছাড়। এদিকে, ফার্স্ট এসি এবং এসি ২ টায়ারে এই ছাড়ের পরিমাণ হল ৫০ শতাংশ। পাশাপাশি, ফার্স্ট এসি কার, ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসে টিকিটে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হয়। এছাড়াও, অ্যাটেনডেন্ট স্লিপার এবং এসি-৩ টায়ারে একই ভাবে মেলে ৭৫ শতাংশ ছাড়।

আরও পড়ুন: Indian Railways: ট্রেনের ইঞ্জিনে কেন লেখা থাকে এই সাঙ্কেতিক চিহ্ন? এর পেছনে রয়েছে চমকপ্রদ কারণ

পাশাপাশি, টিবি রোগের চিকিৎসা করাতে গেলেও রোগীদের জন্য ট্রেনের টিকিটে ছাড়ের ব্যবস্থা থাকে। এছাড়াও, তাঁর সঙ্গে থাকা যাত্রীরাও এই ছাড় পাবেন। মূলত, সেকেন্ড, স্লিপার এবং ফার্স্ট ক্লাসে দেওয়া হয় ৭৫ শতাংশ ছাড়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এক্ষেত্রে যাত্রীর অসুস্থতা সংক্রান্ত প্রামাণ্য নথি রেলকে জমা দিতে হয়। এমনকি, রেলের চিকিৎসক অসুস্থ ব্যক্তিকে পরীক্ষাও করতে পারেন।

Rail offers great benefits to sick patients

এছাড়াও, হার্ট সার্জারি অথবা ডায়ালেসিস করতে যাওয়ার সময়ে ট্রেনে সফরের ক্ষেত্রে পাওয়া যায় টিকিটে ছাড়। এই প্রসঙ্গে রেল সূত্রে জানা গিয়েছে যে, সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস, ফার্স্ট ক্লাস এসি ৩ টায়ার এবং এসি চেয়ার কারে যাত্রীদের ছাড় দেওয়া হয়। পাশাপাশি, টিকিটের উপর ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় পান রোগীরা। এছাড়াও, ৫০ শতাংশ ছাড় পাওয়া যায় ফার্স্ট এসি এবং এসি ২ টায়ারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর