ফের ব্যাহত রেল পরিষেবা

 

রাজীব মুখার্জী, হাওড়া

আগামী পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী দক্ষিণপূর্ব রেলের অন্যতম এই ব্যস্ত সাঁতরাগাছি স্টেশনে চলছে ফুটওভার ব্রিজের কাজ। এই কাজের জন্য সাঁতরাগাছি স্টেশনের লাইনের ওভার হেড তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

IMG 20190728 143638
আগাম ঘোষণা অনুযায়ী একাধিক ট্রেনের সময়সূচিরও পরিবর্তন করা হয়েছে বলে জানা দক্ষিণ পূর্ব রেলের তরফে। আজ সকাল ১১:১৫ মিনিট থেকে রাত ৯:১৫ মিনিট পর্যন্ত এই কাজ চলবে। যার জেরে আপ ও মিডিল লাইন সম্পূর্ণরূপে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অবশ্য খোলা আছে ডাউন লাইন।

রেল সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৬ টি দূরপাল্লার আপ ট্রেন বাতিল করা হয়েছে আজকে এই কাজের জন্য। যার মধ্যে উল্লেখযোগ্য ট্রেনগুলি হল, দিঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস, হাওড়া দিঘা কান্ডারি এক্সপ্রেস, হায়দ্রাবাদ হাওড়া ইস্ট কোস্ট এক্সপ্রেস ও হাওড়া হায়দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস, তিরুচিরাপল্লী হাওড়া ও হাওড়া তিরুচিরাপল্লী এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেস সহ আরও বেশকিছু।

এছাড়াও বেশকিছু ট্রেনের যাত্রাপথেও পরিবর্তন করা হয়েছে বলে জানা যাচ্ছে দক্ষিণপূর্ব রেল সূত্রে। যার মধ্যে পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস খড়গপুর পর্যন্ত চলবে, এছাড়াও শালিমার লোকমান্যতিলক ও লোকমান্যতিলক এক্সপ্রেস চলবে টাটানগর থেকে। এছাড়াও আরো একাধিক ট্রেন রয়েছে এই তালিকায়।
অন্যদিকে, এই ওভারব্রিজের কাজের জন্য বেশকিছু দূরপাল্লার ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে হাওড়া পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস রাত ৯:৩০ পরিবর্তে সন্ধ্যা সাতটায় ছাড়বে। হাওড়া মুম্বই সিএসএমটি এক্সপ্রেস রাত ৮ টার পরিবর্তে ছাড়বে রাত ১০:৫০ মিনিটে হাওড়া থেকে। সাতরাগাছি তিরূপতি এক্সপ্রেস বিকেল ১৫:৪৫ এর পরিবর্তে ছাড়বে রাত ১০:১০ মিনিটে। সাঁতরাগাছি পোর বন্দর কবি গুরু এক্সপ্রেস রাত ৯:২৫ এর পরিবর্তে ছাড়বে রাত ১০:৪৫ মিনিটে। এর পাশাপাশি আরও একাধিক ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে রেলের তরফে। এছাড়া প্রায় ৩০ টি লোকাল ট্রেনকে বাতিল করা হয়েছে। এবং ১১ টি লোকাল চলবে আন্দুল স্টেশন থেকে।


সম্পর্কিত খবর