Indian Railways: আপনার শহরের ট্রেন স্টেশন বদলে যেতে পারে সুপার মল বা হোটেলে

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railways) পৃথিবীর অন্যতম বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বেছে নেন রেলকে। অতি অল্প খরচে ও দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য এখনো ভারতীয়দের প্রথম পছন্দ রেল। এবার সেই রেল স্টেশনগুলির চিত্র সম্পূর্ণভাবে বদলে যাচ্ছে রেলওয়ে ডিপার্টমেন্টের হাত ধরে। সরকার এই ব্যাপারে ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে ব্লু প্রিন্ট।

সূত্রের খবর, গোটা দেশে প্রায় ৪০ টি বড় রেলস্টেশনকে রূপান্তরিত করা হবে মলে। এই প্রকল্পের জন্য ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ ১৭৫০০ কোটি টাকার একটি প্যাকেজ তৈরি করেছে। এই রেলওয়ে স্টেশন গুলির ছাদে তৈরি করা হবে প্লাজা। সেখানে থাকবে শপিং সেন্টার, ফুড কোড ও হোটেল। রেলে যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে এই উদ্যোগ বলে জানা যাচ্ছে।

জানা গেছে বেশ কিছু রেলস্টেশন এলিভেটেড রোড দ্বারা যুক্ত হবে। স্টেশনগুলি ট্র্যাকের উপর একটি জায়গা নির্দিষ্ট থাকবে যেখানে ফুড কোট ও অন্যান্য সুবিধা যুক্ত হোটেল রাখা হবে। রেলের তৈরি ব্লু প্রিন্টে কন্যাকুমারীর জন্য ৬১ কোটি টাকা ও নেল্লোরের জন্য ৯১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া জানা গেছে চেন্নাই ও প্রয়াগরাজের মতো বড় স্টেশন গুলির জন্য বরাদ্দ করা হয়েছে যথাক্রমে ৮৪২ কোটি টাকা ও ৯৬০ কোটি টাকা। এই ব্লু প্রিন্টের মাধ্যমে খতিয়ে দেখা হবে ট্রেনের আধুনিককীকরণ ছাড়াও রেলের অংশীদারিতে কিভাবে সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে যুক্ত করা যায়।

রেলওয়ে এক কর্তার মাধ্যমে জানা গেছে, ভারতীয় রেল আপাতত মূল স্টেশন চত্তরগুলিকে উন্নত করার জন্য অর্থ ব্যয় করছে। আগামী বছরগুলিতে আশেপাশের এলাকাগুলির জন্য রিয়েল এস্টেটের বিডও দেওয়া হবে রেলের তরফে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর