বড়সড় ঘোষণা করল ভারতীয় রেল, জেনেনিন কবে থেকে চালু হবে পরিষেবা !

বাংলাহান্ট ডেস্কঃ করোনা লকডাউন প্রথম পর্ব চলাকালীন ১৪ এপ্রিল পর্যন্ত ভারতীয় রেল (indian railway) তার সমস্ত পরিষেবা বন্ধ রেখেছিল। দ্বিতীয় দফার লকডাউনেও বন্ধ পরিষেবা৷ রেলের তরফে আজ স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ৩ মে এর পর আদেও রেল পরিষেবা চালু হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। বিমানমন্ত্রী হরদীপ সিংহ পুরী টুইট করে এমন কথা জানিয়েছেন। ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ট্রেন ও বিমান পরিষেবা নিয়ে সংশয় প্রকাশ করেছেন

rail 3

 

https://www.instagram.com/p/B-9SNd5jBCg/?igshid=fqe14101ejap

লকডাউন দ্বিতীয় পর্ব ঘোষনা হবার সাথে সাথেই রেল ঘোষনা করল আগামী ৩ মে পর্যন্ত স্থগিত থাকবে ভারতীয় রেল এর যাত্রী পরিষেবা। যদিও পন্য পরিষেবা বজায় রাখা হবে বলে খবর রেল সূত্রে।

ভারতীয় রেল ইতিমধ্যেই সমস্ত প্রিমিয়াম ট্রেন, মেল / এক্সপ্রেস ট্রেন, যাত্রীবাহী ট্রেন, শহরতলির ট্রেন, কলকাতা মেট্রো রেল এবং কোঙ্কন রেলওয়ে ইত্যাদি 3 মে পর্যন্ত স্থগিত করেছে। এগুলি ছাড়াও, আইআরসিটিসি ইতিমধ্যে ৩০ টি এপ্রিল পর্যন্ত তার নিজস্ব তিনটি ব্যক্তিগত ট্রেনের বুকিং স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই তিনটি ট্রেন হ’ল কাশী মহাকাল এক্সপ্রেস বারাণসী-ইন্দোর রুটে চলমান, লখনউ-নয়াদিল্লি তেজাস এবং আহমেদাবাদ-মুম্বাই তেজাস।

প্রসঙ্গত, দ্বিতীয় পর্ব লকডাউনে বেশ কয়েকটি কাজ করতে বললেন দেশবাসীকে, ‘সাত বাতো মে আপকা সাথ’। যেগুলো হল-

এই বকৃতার মাধ্যমে তিনি দেশবাসীকে লকডাউন সফল করার জন্য ধন্যবাদ জানান। এবং এর পাশাপাশি এই সময় সংকটের মধ্যে থাকা মানুষজনদের পাশে দাঁড়ানোরও অনুরোধ করেন। সকলে মিলে এক হয়ে আগামী ৩ রা মে অবধি লকডাউন পালন করার অনুরোধ করেন। লকডাউনই একমাত্র অস্ত্র এই মহামারির বিরুদ্ধে। তাই আগামী ৩ রা মে পর্যন্ত আবারও ভারত জুড়ে লকডাউনের সিদ্ধান্ত জানালেন মোদী সরকার। প্রয়োজনে এই সময়সীমা আবার বাড়তেও পারে।

এই লকডাউন সময়ে তিনি বেশ কয়েকটি কাজ করতে বললেন দেশবাসীকে, ‘সাত বাতো মে আপকা সাথ’। যেগুলো হল-

১) এই সময় বাড়িতে যদি কোন অসুস্থ ব্যক্তি থাকে, তাহলে তার সঠিকভাবে যত্ন নিতে হবে। তাঁদেরকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে হবে।

২) লকডাউন এবং সামাজিক দূরত্বের লক্ষণ রেখা মেনে চলতে হবে। ঘরে তৈরি মাস্ক বা যেকোনো ধরণের কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করতে হবে।

৩) শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য চিকিৎসকরা যা পরামর্শ দিচ্ছেন, তা মেনে চলতে হবে। গরম জল বা চা সবসময় পান করুন।

৪) করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে ‘আরোগ্য সেতু’ অ্যাপ ডাউনলোড করতে হবে। অন্যদেরও এই অ্যাপ ব্যবহার করতে বলতে হবে।

৫) যতটা সম্ভব গরীব পরিবারদের সাহায্য করতে হবে। তাঁদের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করুন।

৬) ব্যবসা ক্ষেত্রে মানবিকতা দেখাতে হবে। কোন ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না।

৭) দেশের করোনা যোদ্ধা অর্থাৎ, চিকিৎসক, নার্স, সাফাই কর্মী, পুলিশ কর্মী সবাইকে সম্মান প্রদর্শন করতে হবে। তাঁদের কথা মেনে চলতে হবে।

 

সম্পর্কিত খবর