রোজা রেখেছেন ট্রেন যাত্রী, জানতেই ইফতারের জন্য ফলে ভরা প্লেট নিয়ে এলেন রেলকর্মী

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মন ছুঁয়ে যাওয়া ঘটনা ঘটলো পূর্ব রেলে। টুইট করে সেই ঘটনা জনসাধারণের সঙ্গে ভাগও করে নিলেন ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি। সম্প্রতি ধানবাদ থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেসে যাত্রা করেছিলেন শাহনাওয়াজ আখতার। রেলের নিয়ম করা সময় অনুযায়ী সন্ধ্যা হওয়ার পর চা এবং জলখাবার এনে হাজিরও করেছিলেন রেলকর্মী।

নির্দিষ্ট সময় মেনে সকল যাত্রীকেই খাবার দেওয়া হচ্ছিল। কিন্তু রোজা চলতে থাকায় শাহনাওয়াজ প্যান্ট্রিকর্মীকে জানান, তাঁকে যেন আর কিছুক্ষণ পরে চা পরিবেশন করা হয়, তিনি তখন উপবাসে ছিলেন। সেখানে উপস্থিত রেলকর্মী সহজেই বুঝে নেন যে রোজা রেখেছেন শাহনাওয়াজ। তারপর তার ইফতারের নির্দিষ্ট সময়ে পেরোনোর পর রমজানের উপবাস ভাঙার উপযোগী খাবার নিয়ে আসেন ওই রেলকর্মী।

   

এই ব্যবহারে পেয়ে জারপনাই আনন্দিত শাহনাওয়াজ। গোটা ঘটনার বর্ননা করে তিনি একটি টুইট করেন। তার সঙ্গে দেন খাবারের প্লেটটির ছবি এবং ট্যাগ করেন রেলমন্ত্রককে। রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোস সেই টুইটটি আবার রিটুইট করেছেন। তিনি জানিয়েছেন শাহনাওয়াজের এই টুইট দেখে ভারতীয় রেল নিজের দায়িত্ব পালনে সক্ষম, সেটাই প্রমাণিত হয়। একই সঙ্গে এটিকে কেন্দ্রীয় সরকারের সকলের জন্য সমান মনোভাব পোষণের নজির বলে উল্লখ করেছেন দর্শনা দেবী। যদিও সেই বক্তব্য নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি বেশ কিছু নেটিজেন।

নেটিজেনরা ইতিমধ্যেই ওই প্যান্ট্রি কর্মীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এই সূত্রে সম্প্রতি নবরাত্রির সময়ে রেলের উদ্যোগে সাত্ত্বিক খাবার পরিবেশনের প্রসঙ্গও উঠে এসেছে। যদিও তখন অনেকে রেলের সেই উদ্যোগের সমালোচনা করেছিলেন। সেই সমালোচকদের এবার আক্রমণ করেছেন অনেকে। রেল রমজানের সময়ে অতীতেও এই ভাবে ট্রেনের মধ্যে ইফতারের ব্যবস্থা করেছিল বলে জানিয়েছেন অনেক প্রত্যক্ষদর্শীরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর