টয়লেটের জল খাইয়ে গ্রেফতার রেল কর্মী

Published On:

জলের গুরুত্ব যে কতখানি সে নতুন করা আর বলার অপেক্ষা রাখেনা। কারন ছোট থেকে আমরা দেখে এসেছি প্রানে সঞ্চার করার ক্ষেত্রে জলের অবদান অপরিসীম ।কারন জল ছাড়া কনো প্রানী বাচতে পারে না। আর জল ছাড়া খাবার হজম করা সম্ভব না। জলের মধ্যে থাকা খনিজ পদার্থ গুলি আমাদের খাদ্য পাচনে সহায়তা করে । আর জল ছাড়া বেচে থাকা সম্ভব নয় বলেই হয়তো একেই জীবন বলে। মানে জলের অপর নাম জীবন।

জল ছাড়া আমাদের শরীরের মধ্যে সিস্টেম ঠিক মতন কাজ করতে পারে না। আর ট্রেনে করে যেতে হলে সবসময় বাড়ি থেকে জল নিয়ে যাওয়া সম্ভব হয় না । তখন একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় মিনারেল ওয়াটার । মিনারেল ওয়াটার বলে ট্রেনের বারুমের জল যাত্রীদের খাওয়াত এক রেলকর্মী , এমন নংরা অভিজোগ উঠেছে রেল্কর্মীদের বিরুদ্ধে। বাথরুম থেকে জল ভরে এনে সেই বোতলই যাত্রীদের দিতেন তিনি  ৷

 

 

কিন্তু হাতেনাতে ধরা পড়ল সেই ব্যক্তি ৷  অবশেষে অভিযুক্ত রেলকর্মীকে গ্রেফতার করেছে রেল পুলিশ ৷ অভিযুক্তের বিরুদ্ধে ইন্ডিয়ান রেলওয়ে অ্য়াক্টের ১৪৪ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।তিরুনেলভেলি-জামনগর এক্সপ্রেসের বাতানুকূল কোচে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে৷   রবীন্দ্র ব্যাস নামে ওই ব্যাক্তির বয়স  ৩০ বছর।

তিনি অনেকদিন ধরেই এরকম কাজ করে চলছিলেন । কিন্তু তা সামনে আসেনি । কিন্তু এদিন হঠাত প্রকাশ্যে আসে এই বিষয় ।  জানা গিয়েছে রবীন্দ্রকে ১০দিনের জেল হেফাজত ও ১৫০০ টাকা জরিমানা কড়েচে পুলিশ ।

সম্পর্কিত খবর

X