লাইনে দৌড়াতে তৈরি, মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেই ঘুরবে চাকা, জানাল রেল

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে ভোট পর্ব মিটতেই রাজ্যে রেল (rail) পরিষেবা বন্ধ রাখার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (mamata banerjee)। সেইমত করোনার প্রথম পর্বের মতই, দ্বিতীয় পর্বেও বেশকিছু ধরে বন্ধ রয়েছে রেল চলাচল ব্যবস্থা। তবে রেলকর্মীদের জন্য কিছু স্পেশাল ট্রেন চলাচলও করলেও, বর্তমানে তাতে নির্দিষ্ট কিছু বিভাগের কর্মীদেরও ছাড় দেওয়া হয়েছে। সঠিক প্রমানপত্র দেখিয়ে এবং সর্বোপরি করোনা বিধি মান্য করে তাঁদের ট্রেনে ওঠার অনুমতিও দেওয়া হয়েছে।

রাজ্য সরকার রাজ্যে করোনা আবহে জারি করা বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে ১৫ ই জুন অবধি ধার্য করেছে। তবে এরই মধ্যে আবার বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে জারি করা বিধিনিষেধ কিছুটা শিথিল করে বেশকিছু খাতে আংশিক ছাড় দেওয়া হচ্ছে। তবে সেসবের মধ্যে রেল পরিষেবার বিষয়ে কিছু না বলায়, এখন একটাই প্রশ্ন সকলের মনে- কবে থেকে আবারও স্বাভাবিক হবে রেল পরিষেবা?

প্রায় সিংহভাগ মানুষের রুজি রুটি নির্ভর করে এই রেল যাত্রার মাধ্যমেই। রেল পথেই নিজের কর্মক্ষেত্রে সহজেই পৌঁছে যায় রাজ্যের বেশিরভাগ মানুষ। কিন্তু সেই রেল পরিষেবা বন্ধ থাকায় এখন কর্মক্ষেত্রে অনিশ্চয়তার দিন গুনছে মানুষজন। তবে এবিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত রাজ্যের উপর সপে দিল রেল কর্তৃপক্ষ।

এবিষয়ে রেল বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মা বলেছেন, ‘ভোট পর্ব মিটিতেই রাজ্যে রেল চলাচল বন্ধ রাখার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর সেইমতই বন্ধ রয়েছে রেল পরিষেবা। তবে আমাদের কাছে রেলের কর্মী সংখ্যা এবং বগী সংখ্যাও পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আমরা পুরোপুরি তৈরি আছি। রাজ্য সরকার যেদিন বলবে, সেদিন থেকেই আমার পরিষেবা দেওয়া শুরু করব। তবে করোনা বিধি নিষেধ মেনেই চালু করা হবে রেল পরিষেবা’।

সম্পর্কিত খবর

X