করোনা সংকটে কর্মরত সেনা বাহিনীর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেল কর্তৃপক্ষ

বাংলাহান্ট ডেস্কঃ সেনা বাহিনীর (Army) সুবিধার্থে চালু হবে বিশেষ ট্রেন (Train)। এই ট্রেন ব্যাঙ্গালুরু থেকে রওনা করা হবে। এই ট্রেনের মাধ্যমে জওয়ানদের জম্মু কাশ্মীরে পাঠানো হবে। করোনা সংকটের মধ্যে কর্মরত জওয়ানদের সুবিধার্থে চালু করা হবে এই বিশেষ ট্রেন। সেনাদের প্রয়োজনে এই ট্রেন ব্যবহার করা হবে।

Train 3

এই ট্রেনের মধ্যে প্রথম ট্রেন আম্বালা হয়ে জম্মু পৌঁছাবে। এই ট্রেন বেলগাম, সিকান্দ্রাবাদ, আম্বালায় থামবে এবং শেষে জম্মু পৌঁছাবে। দ্বিতীয় ট্রেনটি ব্যাঙ্গালুরু থেকে ছেড়ে বেলগাম, সিকান্দ্রাবাদ, গোপালপুর, হাওড়া, নিউ জলপাইগুড়িতে দাঁড়াবে। এবং ১৮ ই এপ্রিল গৌহাটি পৌঁছাবে। এই ট্রেনের মাধ্যমে কিছু জওয়ানকে জম্মু কাশ্মীরে পাঠানো হবে। এই জওয়ানরা সম্প্রতি বেলগাম, সিকান্দ্রাবাদ এবং ব্যাঙ্গালুরু থেকে তাঁদের প্রশিক্ষণ সম্পন্ন করেছে। বর্তমানে তাঁদের সেখানে পোস্টিং করা হবে।

এই জওয়ানদের ট্রেনিং শেষ হওয়ার পর তাঁদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। এবং ট্রেনে তোলার আগে তাঁদের সকলের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। তাঁদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্যও অনেক সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে। ব্যাঙ্গালুরুর যে স্টেশন থেকে ওই ট্রেন ছাড়বে, সেখানে সম্পূর্ণ স্যানেটাইজ করা হয়েছে। ট্রেনটিকেও এবং প্রতিটি বগিকেও ভালো ভাবে স্যানেটাইজ করা হয়েছে। যাতে কোন ভাইরাস না থাকতে পারে। এমনকি জওয়ানদেরকেও ট্রেনের ওঠার আগে স্যানেটাইজ চেম্বারের মধ্যে দিয়ে আসতে হয়েছে।

army 2222

এছাড়াও এখানে সকলে সামাজিক দূরত্ব অবলম্বন করেছে। ভারতে পরবর্তী দফার লকডাউনে কারণে আগামী ৩ রা মে অবধি ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কিন্তু সেনাদের প্রয়োজনের কারণে বর্তমানে রেল কর্তৃপক্ষ তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেই কারণে তারা বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থাও করে।


Smita Hari

সম্পর্কিত খবর