বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে আজ ক্যাবিনেট মিটিংয়ে আজ দুটো বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাবিনেটে রেলের কর্মচারীদের জন্য বোনাসের ঘোষণা করেছে, আরেকদিকে ই-সিগারেট (E-Cigarette) কে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে। ক্যাবিনেটে আজ এই দুটো সিদ্ধান্তের লাভ সরাসরি ১১ লক্ষ মানুষ নিতে পারবে।
ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্তের তথ্য দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar) বলেন, এই বছর রেলওয়ে কর্মচারীদের (Railway Employee 78 Days Bonus) ৭৮ দিনের বোনাস দেওয়া হবে। উনি বলেন, রেলওয়ে কর্মচারীরা ৭৮ দিনের বেতন বোনাস হিসেবে পাবে। প্রকাশ জাভড়েকর বলেন, এই বোনাসের জন্য সরকার ২০২৪ কোটি টাকা খরচ করবে। সরকারের এই সিদ্ধান্তের লাভ ১১.৫২ লক্ষ রেলওয়ে কর্মীরা নিতে পারবেন। ক্যাবিনেট আজ ই-সিগারেট (E-Cigarette) কে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি এই প্রস্তাবকে লাগু করার জন্য প্রস্তাবও পাশ হয়ে গেছে। ক্যাবিনেট ভারতে ই-সিগারেট (E-Cigarette) এর উৎপাদন, বিক্রি, আমদানি, রপ্তানি, ট্র্যান্সপোর্ট, ডিস্ট্রিবিউশন আর বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
এই আদেশ অমান্য করা হলে, কেন্দ্রীয় স্বাস্থ দফতর এক বছ্রের জেল আর ১ লক্ষ টাকা জরিমানার প্রস্তাব দিয়েছে। আর একের থেকে বেশি বার নিয়ম ভঙ্গ করা হলে স্বাস্থ দফতর ৫ লক্ষ টাকা জরিমানা আর ৩ বছরের জেলের প্রস্তাব দিয়েছে। ই-সিগারেট (E-Cigarette), হিট নট বার্ন ডিভাইস (Heat not burn product), বেপ এন্ড ই-নিকোটিন, হুক্কা এর মতো বৈকল্পিক ধুম্পান উপকরণ এর উপর নিষেধাজ্ঞা জারি করা মোদী সরকারের দ্বিতীয় কার্যকালের প্রথম ১০০ দিনের প্রাথমিকতা গুলোর মধ্যে একটি ছিল।