সেকেন্ডের মধ্যে ৫০০-র বদলে ২০ টাকার নোট! টিকিট কাউন্টারে বসেই ‘হাতসাফাই’, শাস্তির মুখে রেল কর্মী

Published On:

বাংলাহান্ট ডেস্ক : একেই বলে দিনে দুপুরে ডাকাতি। ৫০০ টাকার নোট ডান হাতে নিয়ে বাঁ হাতের ২০ টাকার নোটের সাথে হাতবদল। দেখে মনে হবে, এতো বড়ো সরো কোনো জাদুকরের কাজ। কিন্তু, এমন অবাক করে দেওয়া ঘটনার নেপথ্যে যিনি আছেন তিনি রেলের কর্মকর্তা। তার টিকিট কাউন্টারে বসে এমন হাতসাফাইয়ের এক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক যাত্রী দিল্লি থেকে গোয়ালিয়র যাওয়ার যে সুপার ফাস্ট ট্রেন আছে তার টিকিট কাটতে গিয়ে কাউন্টারে বসা কর্মীকে ৫০০ টাকা দেন। তিনি সেটা ২০ টাকার সাথে বদলে দিয়ে সেই যাত্রীর কাছে আরও টাকা দাবী করেন। ঘটনাটি ঘটেছে দিল্লির হজরত নিজামউদ্দিন রেলওয়ে স্টেশনে‌।

জানা গিয়েছে, সেই যাত্রীর টিকিট মূল্য ছিল ১২৫ টাকা। কর্মীর কাজ ছিল যাত্রীকেই বাড়তি টাকা ফেরত দেওয়া, কিন্তু তার বদলে কর্মী তাঁর কাছে আরও অতিরিক্ত টাকা দাবী করেছে। ভিডিও পাবলিশ হয়েছে টুইটারের ‘রেল হুইসপার্স’ নামে এক ব্যক্তির টুইটার অ্যাকাউন্টে। ভিডিওটি ১৫ সেকেন্ডের। এমনকী রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, নর্দার্ন রেলওয়ের ডিআরএম-সহ নানা কর্তাদেরও ট্যাগ করা হয়েছে এই ভিডিওটিতে।

ভিডিওটির সত্যতা আপাতত যাচাই করা হয়নি। কিন্তু এই ধরণের ঘটনা আকছার ঘটে আমাদের চোখের সামনে। যাত্রীদের আরও সাবধান হওয়া দরকার। ইতিমধ্যেই বহু যাত্রী এই বিষয়টিকে কেন্দ্র করে মুখ খুলেছেন। এক জনের মন্তব্য, ‘‘চেন্নাইয়ে বহু বার আমার সঙ্গে এমন হয়েছে। কিছু রেলকর্মী একজোট হয়ে যে গুন্ডামি করছেন, তাতে এ ধরনের অপরাধে উৎসাহ বাড়ছে।’’ এমনিতেই স্টেশনগুলিতে পকেটমারী লেগেই থাকে। এরপর যদি খোদ রেল কর্মীরাই এমন কান্ড করে বসেন, তাহলে আর উপায় কী? সব মিলিয়েই উঠছে হাজার প্রশ্ন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X