বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় রেল (Indian Railway) দ্বারা লকডাউনে চালানো স্পেশ্যাল ট্রেনে টিকিট বুকিং এর নিয়ম বদলানো হল। IRCTC এর ওয়েবসাইটে রাজধানী এক্সপ্রেসের মতো স্পেস্যাল ট্রেনের টিকিট বুকিং হচ্ছে। স্পেশ্যাল ট্রেন আর অন্য ট্রেনের জন্য টিকিট বুক করা যাত্রীদের প্রথমে এটা সুনিশ্চিত করতে হবে যে, তাঁরা যেই রাজ্যে যাচ্ছে সেই রাজ্যের কোয়ারেন্টাইন প্রোটোকল সম্বন্ধ্যে জানে। এরপরই তাঁরা টিকিট বুকিং করতে পারবে।
এই সপ্তাহের শুরুতে দিল্লী থেকে ব্যাঙ্গালুরু যাওয়া বিশেষ রাজধানী ট্রেনের ১৪০ জন যাত্রীকে ফেরত আনতে হয়েছিল, কারণ তাঁরা ১৪ দিনের কোয়ারেন্টাইনে যাবে না বলে জানিয়েছিল। ভারতীয় রেলওয়ে এবার এই সিদ্ধান্তকে নিজেদের ওয়েবসাইটে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
আপনাদের জানিয়ে দিই, রেলওয়ে ১২ মে থেকে ১৫ টি স্পেশ্যাল ট্রেনের সঞ্চালন শুরু করেছে। লকডাউনে আটকে পড়া শ্রমিক, তীর্থযাত্রী, ছাত্র আর পর্যটকদের তাদের বাড়ি ফেরানোর জন্য এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
স্পেশ্যাল ট্রেনের জন্য টিকিট বুক করার সময় IRCTC এর ওয়েবসাইটে একটি পপ-আপ স্ক্রিন আসবে, সেখানে যাত্রীদের এটা সুনিশ্চিত করতে হবে যে তাঁরা যেই রাজ্যে যাচ্ছে সেখানকার স্বাস্থ্য সম্বন্ধিত বুলেটিন পড়েছে আর সেটা নিয়ে তাঁরা সহমত। যাত্রীদের টিকিট বুক করার আগে ‘ওকে” বটনে ক্লিক করতে হবে। এই ম্যাসেজ হিন্দি আর ইংরেজিতে আসবে। এছাড়াও, ওই যাত্রীদের সরকারি কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপ আরোগ্য সেতু ডাউনলোড করতে হবে।
এর আগে রেলওয়ে ট্রেনের জাত্রিদ্র বুকিং এর সময় গুরুত্বপূর্ণ তথ্য চেয়েছিল। যাত্রীরা যেখানে যাওয়ার জন্য ট্রেনে সফর করছে, সেখানকার তথ্য @RailMinIndia কে দিতে হবে। এই পদক্ষেপ কন্ট্যাক্ট ট্রেসিং এর জন্য গুরুত্বপূর্ণ। নতুন নিয়ম ১৩মে থেকে লাগু করা হয়েছে এর জন্য IRCTC কে ১৩ মে থেকে অনলাইন টিকিট বুকিং ফর্মে যাত্রীদের ডেস্টিনেশন অ্যাড্রেসের তথ্য দিতে হবে।