প্ল্যাটফর্মে রয়েছে অবৈধ ধর্মীয় স্থান, বন্ধ হতে পারে ভারতীয় রেলের এই স্টেশন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আশঙ্কা করা হচ্ছে আগ্রার “রাজা কি মান্ডি” রেলস্টেশন সাধারণ যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া যেতে পারে! স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত মন্দির নিয়ে চলমান বিতর্কের মধ্যেই ট্যুইট করে একথা জানিয়েছেন সেখানকার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার। চামুন্ডা দেবী মন্দির সরানো না হলে যাত্রীদের ব্যবহারের জন্য স্টেশনটি বন্ধ করে দেওয়া হতে পারে, এমনই দাবি করেছেন ডিআরএম। কারণ হিসেবে বলা হয়েছে যে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে নির্মিত চামুন্ডা দেবীর মন্দিরটি অবৈধভাবে নির্মিত।

ডিআরএমের এই অবস্থান নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, মন্দির সরানো নিয়ে অহেতুক ভুল তথ্য প্রচার করা হচ্ছে। যদিও রেলওয়ে নিজেদের দাবিতে অনড় থেকে বলছে, মন্দিরটি যাত্রীদের প্ল্যাটফর্মে যাতায়াতের বিঘ্ন ঘটায়। সেই সঙ্গে কমিয়ে দিতে হয় ট্রেনের গতিও। মন্দির স্থানান্তরের জন্য মন্দির প্রশাসনকে নোটিশও দিয়েছে রেল কর্তৃপক্ষ।

আগ্রা রেলওয়ে বোর্ড জানিয়েছে, মন্দিরের কারণে রেললাইনটি ওই জায়গায় বাঁকানো রয়েছে। ফলে প্রতি ঘণ্টায় ৩০ কিলোমিটারের বেশি গতিতে কোনো ট্রেন সেই জায়গা দিয়ে যেতে পারে না। শুধু তাই নয়, এখান থেকে দ্রুতগতির ট্রেন চলতেও সমস্যা হয়। এতে যাত্রীদের বিপাকে পড়তে হয় এবং অনেক সময় নষ্ট হয়। তাই মন্দিরটি অন্যত্র স্থানান্তর করা খুবই প্রয়োজনীয়।

রেলওয়ে কর্মকর্তাদের মতে, চামুন্ডা দেবীর মন্দিরটি রাজা মান্ডি স্টেশনের মধ্যে ১৭১৬ বর্গ মিটার এলাকা জুড়ে অবস্থিত এবং মন্দির ভবনটি ৬০০ বর্গ মিটার জুড়ে নির্মিত। এরমধ্যে ৭২ বর্গ মিটার এলাকা প্ল্যাটফর্ম নম্বর ১-এর মধ্যেও চলে আসে, যা রেলওয়ের মাত্রার সময়সূচীর লঙ্ঘন এবং নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ত্রুটিপূর্ণ। কর্মকর্তারা জানান, রেলওয়ে শুধু দখলদারির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। এই কাজে কোনো বাধা সৃষ্টি হলে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে স্টেশনটি যাত্রীদের ব্যবহারের জন্য বন্ধ করে দেওয়া যেতে পারে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর