Railway Jobs : ৩৫ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিল ভারতীয় রেল, আবেদন অনলাইনে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ SSC, RRB নিয়ে জটিলতার মধ্যেই ৩৫ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিল ভারতীয় রেল।  রেল সূত্রে জানা যাচ্ছে , ‘নন টেকনিক্যাল পপুলার’ বা NTP পদে হবে নিয়োগ। ২৪ হাজার ৬০৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে স্নাতকদের। যারা স্নাতক নয় তাদের জন্য ১০ হাজার ৬০৩ টি শূন্যপদের ঘোষনা করা হয়েছে।

মূল বেতনের সাথেই থাকছে মহার্ঘ্য ভাতা, বাড়িভাড়া ভাতা ও পরিবহণ ভাতা। সেই সঙ্গে মিলবে পেনশন প্রকল্প, চিকিৎসা পরিষেবা-সহ আরও বেশ কিছু সুযোগ-সুবিধা। সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর। সংরক্ষিতদের জন্য রয়েছে ৩ বছরের ছাড়।

প্রসঙ্গত, কিছুদিন আগেই আরো আরো এক চাকরির বিজ্ঞপ্তি দিল মোদি সরকার। IBPS পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাংকে নিয়োগ করা হবে। ২ সেপ্টেম্বর থেকে শুরু হল ibps পরীক্ষার আবেদন। চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।  আবেদন করতে হবে ibps.in অফিসিয়াল ওয়েবসাইটে।

এবছর ১৫৫৮ টি শূন্যপদে হবে নিয়োগ৷ অনলাইনেই হবে প্রিলিমিনারি পরীক্ষা। মেন পরীক্ষাও হবে অনলাইনেই। ব্যংক অব বরোদা, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ওভারসীজ ব্যাংকগুলির মত প্রতিষ্ঠানে হবে নিয়োগ।

স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমতুল ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। সংশ্লিষ্ট রাজ্যের ভাষায় পড়তে,  লিখতে ও বলতে জানতে হবে। থাকতে হবে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বা ডিগ্রি বা ডিপ্লোমা। হাইস্কুল বা কলেজ বা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে কম্পিউটার বা তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনা থাকতে হবে।

২০২০ সালের ৫, ১২ ও ১৩ ডিসেম্বর অনলাইনে হবে প্রিলি পরীক্ষা। প্রিলির ফল প্রকাশ ৩১ ডিসেম্বর ২০২০। কল লেটার ডাউনলোড করা যাবে ১২ জানুয়ারি থেকে। সেই পরীক্ষায় উত্তীর্ণদের ২৪ জানুয়ারি মেন পরীক্ষা দিতে হবে।   ১ এপ্রিল প্রকাশ করা হবে প্রভিশনাল অ্যালটমেন্ট লিস্ট।

সম্পর্কিত খবর

X