বাংলাহান্ট ডেস্কঃ ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা। ময়নাগুড়িতে (moynaguri) রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। শুক্রবার সকালে ট্রলিতে চেপে ঘটনাস্থল পরিদর্শনে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে ঠিক কি কারণে এমনটা হল, সরকারি ভাবে তা এখনও পর্যন্ত জানায়নি রেল কর্তৃপক্ষ।
এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, ময়নাগুড়ি হাসপাতালে ৩৬ জন জখমের চিকিৎসা চলছে। আবার আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৬ জনকে। কুয়াশা ঘেরা সকালের মধ্যেই শুক্রবার রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত উদ্ধারের কাজ সম্পন্ন করে এবার লাইন পরিস্কারের কাজ চলছে।
রেল লাইন থেকে ইঞ্জিন ও দুমড়ে মুচড়ে যাওয়া ৮ টি কামরা সরানোর কাজ করছে রেল কর্তৃপক্ষ। দ্রুতই সবটা পরিষ্কার করা হবে বলেও জানা গিয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার উত্তরবঙ্গের ময়নাগুড়িতে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস। পাটনার দিকে যাওয়ার সময় ময়নাগুড়িতে বিকানের এক্সপ্রেসের ১২ টি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ার ঘটনায় এখনও অবধি ৯ জনের মৃতের খবর পাওয়া গিয়েছে।
এই ঘটনায় গুরুতর জখমদের এক লক্ষ টাকা, সামান্য আঘাত প্রাপ্তদের ২৫ হাজার টাকা এবং মৃতের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র সরকার।
আবার এই দুর্ঘটনার পরবর্তীতে বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন রূপা গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, ‘ট্রেন কি নিজে থেকেই বেলাইন হয়ে যায়? রেল ট্র্যাক কি বেচারা বোঝে ভাই সামনে নির্বাচন। রেল নিয়ে অনেক বছর কোনও বাজে খবর হয়নি। মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা। সিবিআই-র তদন্ত চাইছি’। এই নিয়েও জলঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।