রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শেয়ার করলেন “স্বর্গের” ছবি! নেটিজেনদের দিলেন এই চ্যালেঞ্জও

Published On:

বাংলা হান্ট ডেস্ক: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnaw) সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় থাকেন। রেলের বিভিন্ন আপডেটের পাশাপাশি প্রায়শই চমকপ্রদ কিছু পোস্টও করতে দেখা যায় তাঁকে। যেগুলি নেটমাধ্যমে সামনে আসার পরই তুমুল ভাইরাল (Viral) হতে শুরু করে। ঠিক সেই রেশ বজায় রেখেই এবার একটি টুইটে কিছু নৈস্বর্গিক ছবি সামনে এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

যেগুলিতে বরফে ঢাকা রেললাইন, স্টেশন ও পাহাড়ের ছবি শেয়ার করেছেন তিনি। পাশাপাশি, ওই টুইটেই নেটিজেনদের উদ্দেশ্যে একটি প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন মন্ত্রী। মূলত, রেলমন্ত্রীর শেয়ার করা ওই ছবিগুলিতে, তুষারাবৃত রেলপথ দিয়ে ট্রেন চলে যাওয়ার পাশাপাশি বরফে ঢাকা স্টেশনের দুর্দান্ত কিছু ছবি পরিলক্ষিত হয়েছে। এমতাবস্থায়, কেন্দ্রীয় মন্ত্রী ওই টুইটে নেটিজেনদের কাছ থেকে ছবিগুলি কোথাকার সেই বিষয়টি জানতে চেয়েছেন।

পাশাপাশি, রেলমন্ত্রী এই প্রসঙ্গে নেটিজেনদের একটি ইঙ্গিতও দিয়েছেন। যেখানে তিনি বলেছেন এই জায়গাটি হল “পৃথিবীর স্বর্গ”। এদিকে, ওই টুইটটিতে রেল মন্ত্রককেও ট্যাগ করা হয়েছে। এমতাবস্থায়, মনে করা হচ্ছে যে, এই স্টেশনটি ভারতেই রয়েছে। পাশাপাশি, রেলমন্ত্রীর এহেন প্রশ্নে নেটিজেনরা তাঁদের মতামতও দিচ্ছেন।

অনেকে জানিয়েছেন যে, এই জায়গাটি জম্মু ও কাশ্মীরে হতে পারে। যেটি ইতিমধ্যেই “ভূস্বর্গ” নামে সকলের কাছে পরিচিত। পাশাপাশি, একজন ব্যবহারকারী ওই জায়গাটিকে “জম্মু ও কাশ্মীরের কাজীগুন্ড রেল স্টেশন” হিসেবে বর্ণনা করেছেন।

অন্য একজন টুইটার ব্যবহারকারী বরফাবৃত এই স্টেশনের ছবি দেখে সেটিকে নেপালের জোমসোম বলে অনুমান করেছেন। পাশাপাশি তিনি লিখেছেন, “নেপালের প্রত্যন্ত অঞ্চলে রেলপথ নির্মাণে সাহায্য করার জন্য ভারতকে ধন্যবাদ। এটি নেপালের পর্যটন শিল্পকে এগিয়ে যেতে সাহায্য করবে।”

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X