চমকের পর চমক! বাজেটের পরেই দুর্দান্ত ঘোষণা রেলমন্ত্রীর, কপাল খুলবে যাত্রীদের

বাংলা হান্ট ডেস্ক: গত শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন। যেখানে আগামী অর্থবর্ষের জন্য রেলের উদ্দেশ্যে বরাদ্দ করা হয়েছে ২.৫২ লক্ষ কোটি টাকা। এদিকে, তারপরেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বন্দে ভারত ট্রেন সম্পর্কে এমন একটি আপডেট দিয়েছেন, যেটি শুনলে রেলের (Indian Railways) কোটি কোটি যাত্রী নিঃসন্দেহে খুশি হবেন। আসলে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে বাজেটে ২০০ টি বন্দে ভারত এক্সপ্রেস তৈরির প্রকল্পের অনুমোদন করা হয়েছে।

বড় পদক্ষেপ রেলের (Indian Railways):

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত শনিবার জানিয়েছেন যে, আগামী অর্থবর্ষের বাজেটে রেলের (Indian Railways) জন্য ২.৫২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ১৭,৫০০ টি জেনারেল কোচ, ২০০ টি বন্দে ভারত এবং ১০০ টি অমৃত ভারত ট্রেন তৈরির মতো প্রকল্পগুলি অনুমোদিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য সাধারণ বাজেট উপস্থাপনের পরে রেল ভবনে সাংবাদিকদের সাথে কথা বলার সময়ে বৈষ্ণব রেলের জন্য বরাদ্দ করা প্রকল্প এবং ভবিষ্যতের ব্যয় সম্পর্কে তথ্য দেন।

তিনি বলেন, “৪.৬ লক্ষ কোটি টাকার নতুন প্রকল্প বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা ৪ থেকে ৫ বছরের মধ্যে শেষ হবে। এগুলির মধ্যে রয়েছে নতুন রেললাইন (Indian Railways) স্থাপন, বর্তমানে থাকা রেললাইনগুলিকে ডাবল করা, নতুন নির্মাণ এবং স্টেশন ও ফ্লাইওভার ও আন্ডারপাস পুনর্নির্মাণের মতো কাজগুলি। রেলমন্ত্রী জানান যে, ট্রেনে সফরের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে আগামী ২-৩ বছরে ১০০ টি অমৃত ভারত, ৫০ টি নমো ভারত এবং ২০০ টি বন্দে ভারত ট্রেন তৈরি করা হবে।

Railway Minister made great announcement Indian Railways.

রেলমন্ত্রী জানান, “নতুন অমৃত ভারত ট্রেনগুলির সাথে, আমরা স্বল্প দূরত্বের আরও অনেক শহরকে সংযুক্ত করার জন্য কাজ করব।” এদিকে, ট্রেনের মধ্যে জেনারেল ক্লাসের কোচের ঘাটতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বৈষ্ণব জানান যে, আগামী বছরগুলিতে এই জাতীয় ১৭,৫০০ কোচ তৈরির অনুমোদন দেয়া হয়েছে।

আরও পড়ুন: বিদেশের মাটিতে মহাসমারোহে সম্পন্ন হল বাগদেবীর আরাধনা! ২৪ বছরে পদার্পণ কেমব্রিজের সরস্বতী পুজোর

তিনি বলেন যে, “জেনারেল কোচ তৈরির কাজ ইতিমধ্যেই চলছে এবং ৩১ মার্চের মধ্যে এই জাতীয় ১,৪০০ টি কোচ প্রস্তুত হবে। আগামী অর্থবর্ষে আমাদের লক্ষ্য ২,০০০ জেনারেল কোচ তৈরি করা। এর পাশাপাশি ১,০০০ নতুন ফ্লাইওভার নির্মাণেরও অনুমোদন দেওয়া হয়েছে।” অশ্বিনী বলেন, ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে রেল (Indian Railways) পণ্য পরিবহণ সম্পর্কিত একটি বড় মাইলফলক অর্জন করতে চলে। তাঁর মতে, “আমরা ৩১ মার্চের মধ্যে ১.৬ বিলিয়ন টন পণ্য পরিবহণের লক্ষ্য অর্জন করব এবং ভারতীয় রেল চিনের পরে পণ্যবাহী যানবাহনের পরিপ্রেক্ষিতে বিশ্বের দ্বিতীয় স্থানে পৌঁছে যাবে।”

আরও পড়ুন: বাজেট তো ট্রেলার, মধ্যবিত্তদের জন্য বিরাট সুখবর সামনে আনবে RBI? অপেক্ষা ৭ ফেব্রুয়ারির

রেলমন্ত্রী আরও জানান যে, ভারতীয় রেল (Indian Railways) চলতি অর্থবর্ষের শেষ নাগাদ ১০০ শতাংশ বৈদ্যুতিকরণের লক্ষ্য অর্জন করতে চলেছে। রেলের ক্রিয়াকলাপের সুরক্ষার উপর জোর দিয়ে, বৈষ্ণব জানিয়েছেন যে, সরকার এর জন্য বরাদ্দ ১.০৭ লক্ষ কোটি থেকে বাড়িয়ে ১.১৪ লক্ষ কোটি টাকা করেছে এবং আগামী অর্থবর্ষে এটি ১.১৬ লক্ষ কোটি টাকায় বৃদ্ধি করা হবে। তাঁর মতে, যদি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) অধীনে বিনিয়োগ যোগ করা হয় তবে মোট বাজেট ২.৬৪ লক্ষ কোটি টাকা হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর