স্বপ্নের মতো সুন্দর! রেলমন্ত্রী শেয়ার করলেন এই মনোমুগ্ধকর ছবি, কোথায় এটা জানেন?

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে যাতায়াতের ক্ষেত্রে রেলপথ (Indian Railways) হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন ট্রেনে চেপেই লক্ষ লক্ষ মানুষ পৌঁছে যান নিজেদের গন্তব্যে। এমনকি, দূরের সফরের ক্ষেত্রেও রেলপথের জুড়ি মেলা ভার। মূলত, দেশের অন্যান্য গণপরিবহণগুলির তুলনায় ট্রেনে যাতায়াতের খরচও অনেকটাই কম হয়। এই সেইকারণেই রেলপথকে ভরসা করেন সবাই।

এদিকে, রেলের তরফেও যাত্রীদের সুবিধার্থে নেওয়া হয় একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যেগুলিতে প্রত্যক্ষভাবে সাহায্য করে সরকার। এমতাবস্থায়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) প্রায়শই সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনেন। শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি দেশের বিভিন্ন অংশের রেলপথের মনোমুগ্ধকর ছবিও মাঝেমধ্যে তুলে ধরেন।

   

ঠিক সেই রেশ বজায় রেখেই রবিবার ট্রেন সমেত রেলপথের এক দুর্দান্ত ছবি তিনি নেটমাধ্যমে পোস্ট করেছেন। যেটি ইতিমধ্যেই তুমুল ভাইরাল হতে শুরু করেছে। মূলত, ওই ছবিটিতে দেখা গিয়েছে যে, সূর্যমুখী ফুলের ক্ষেতের ঠিক পাশ দিয়েই চলে যাচ্ছে একটি ট্রেন। এমতাবস্থায়, সেই ফুলগুলিকে সামনে রেখেই ট্রেন সমেত ছবিটি তোলা হয়েছে।

উন্মুক্ত নীল আকাশের ঠিক নিচেই সূর্যমুখী ফুলের ক্ষেতের পাশ দিয়ে যাওয়া এই ট্রেনটির ছবি পুরো বিষয়টিকেই রীতিমতো রঙিন করে তুলেছে। এমতাবস্থায়, এই দুর্দান্ত ছবিটি সোশ্যাল মিডিয়ায় সামনে এনে সেটি কোথাকার ছবি সেই বিষয়টিও জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী। তিনি বলেন যে, ছবিটি বিরুর রেলস্টেশন সংলগ্ন এলাকার ছবি। প্রসঙ্গত উল্লেখ্য যে, ওই স্টেশনটি কর্ণাটকে অবস্থিত।

এদিকে, এই ছবিটি সামনে আসতেই সেটি আকৃষ্ট করছে নেটিজেনদের। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত টুইটারে ইতিমধ্যেই ১ লক্ষ ১৭ হাজারেরও বেশি জন ছবিটি দেখে ফেলেছেন। পাশাপাশি, লাইক করেছেন প্রায় ৫ হাজার জন। সর্বোপরি, ছবিটি দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন নেটিজেনরা। এই প্রসঙ্গে একজন লিখেছেন, “এটাই ভারতে ট্রেন যাত্রার সৌন্দর্য”। পাশাপাশি, আরেকজন লিখেছেন, “সূর্যমুখী ফুলের সাথে মিশে গিয়েছে ট্রেনের কোচের রঙ।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর